মোদীর সভায় না গিয়েও বিস্ফোরক দিব্যেন্দু

0
278

কলকাতা: সব মহলকে কার্যত হতাশ করে বুধবার প্রধানমন্ত্রীর জনসভায় গেলেন না তিনি৷ পাঠালেন সহধর্মিনীকে৷ আদৌ গেরুয়া নামাবলী গায়ে চড়াবেন কি না, গেলেও কবে যাবেন, তা নিয়েও খোলসা করলেন না৷ বরং বেশ কিছুটা ধোঁয়াশা রেখেই প্রথম দফা ভোটের আগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারীর ভাই, তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী৷

আরও পড়ুন: সারদা মামলায় আজ ইডির মুখোমুখি মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ পুলিশ কর্তা

- Advertisement -

টেলিফোনের ওপার থেকে জানালেন, ‘‘একটা বিষয় মনে রাখবেন সিঙ্গুর, নন্দীগ্রামের সময় যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী ছিলেন, তাঁরাই কিন্তু আজ ওঁনাকে ছেড়ে চলে যাচ্ছেন৷’’ কেন? কৌশলী জবাব অধিকারী পরিবারের সেজো ছেলের, ‘‘ভোটের ফলাফলেই সেটা বুঝতে পারবেন!’’ তবে একই সঙ্গে জানিয়ে দিলেন, ‘‘নন্দীগ্রাম আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷’’

আরও পড়ুন: কমিশনের নির্দেশে পদে থেকেও নিস্ক্রিয় সুরজিৎ

গত রবিবার এগরায় অমিত শাহের সভা থেকে গেরুয়া নামাবলী গায়ে চড়িয়েছেন শুভেন্দু পিতা শিশির৷ তার অনেক আগেই গত বছরের ১৯ ডিসেম্বর প্রথমে শুভেন্দু পরে তাঁর ছোট ভাই সৌমেন্দু গেরুয়া জার্সি গায়ে চড়ান৷ তারপর থেকেই জল্পনা চলছে, দিব্যেন্দুর বিজেপি যোগ এখন শুধুই সময়ের অপেক্ষা৷ বস্তত, শুভেন্দুর দল বদলের পর থেকে তাঁকেও তৃণমূলের কোনও অনুষ্ঠানে সেই অর্থে দেখা যায়নি৷ বিজেপি সূত্রের খবর, বুধবার মোদীর জনসভাতেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ নিজে না এলেও স্ত্রী সুতপাকে পাঠিয়েছিলেন তিনি৷ গিয়েছিলেন শিশিরবাবুও৷

আপনি কবে যাবেন? দিব্যেন্দুর কৌশলী জবাব, ‘‘দু-একদিন অপেক্ষা করুন৷ সব জানতে পারবেন৷’’ তবে দাদা কিংবা বাবা বা ভাইয়ের বিজেপি যোগ নিয়ে টুঁ শব্দটি পর্যন্ত করতে নারাজ তমলুকের কৃণমূলের সাংসদ৷ ‘‘পারিবারিক বিষয় টেনে আনবেন না’’ বলে এড়িয়ে গিয়েছেন৷ যেমন এড়িয়ে গিয়েছেন, নন্দীগ্রামে কার জয় হবে সেই প্রশ্নের উত্তরও৷