বিজেপির টাকা ছড়ানো ধরতে মমতার নয়া দাওয়াই

0
139

কলকাতা: ভোটের বাজারে টাকা ছড়াচ্ছে বিজেপি। ভোট পর্ব শুরুর আগে থেকেই এই অভিযোগে সরব তৃণমূলের সর্বোময় কত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অতীতে তাঁর দাওয়ায় ছিল, ‘‘বিজেপি বড়লোকেদের পার্টি৷ ভোটের সময় টাকা ছড়াবে৷ টাকা দিতে এলে নিয়ে নিন৷ ভোটটা কিন্তু আমাকে দেবেন৷’’

আরও পড়ুন: টিকিট না পেয়ে দলবদলুর বিজেপির সাগরিকা

- Advertisement -

বুধবার বাঁকুড়়ার ওন্দা থেকে গেরুয়া শিবিরের টাকা ছড়ানো রুখতে নতুন দাওয়ায় দিলেন দলনেত্রী৷ বললেন, ‘‘মা ভাই বোনেরা নজর রাখবেন৷ যদি কেউ ধরিয়ে দিতে পারেন, টাকা বিলাচ্ছে রাতের অন্ধকারে কিংবা দিনের বেলায়৷ একটা পুরস্কার, একটা চাকরি।’’ দলনেত্রী থুড়ি মুখ্যমন্ত্রীর মুখে এহেন চাকরির প্রতিশ্রুতি শুনে সমাবেঞ্তচ মঞ্চেই শুরু হয়ে যায় ফিসফিসানি৷ সত্যি ধরিয়ে দিলে চাকরি মিলবে তো? ভিড় থেকে পাল্টা মতও ভেসে এল, ভোটের প্রচারে বেরিয়ে এভাবে ঘুরিয়ে প্রতিশ্রুতি দেওয়া কি নির্বাচনী বিধি ভঙ্গের আওতায় পড়ে না? কেউ বা বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ৷ অনীহার সুরে বললেন, এসবই ভোটের বাজারে কথার কথা৷

আরও পড়ুন: অনড় দিলীপের পাল্টা খোঁচা, কোনও ভদ্রমহিলা কি এই ভাবে পা দেখায়

মুখ্যমন্ত্রী অবশ্য ততক্ষণে গেরুয়া শিবিরকে কাঠগোড়ায় তুলে বলে চলেছেন, আমি মোদীর মতো মিথ্যে বাদী সারা জীবনে দেখিনি৷ কমিশনের উদ্দেশ্যে ছুঁড়েছেন ন্যায় সঙ্গত প্রশ্ন, ‘‘‘ভোটের আগে রাজ্য পুলিশ কমিশনের অধীনে থাকলে কেন্দ্রীয় পুলিশ কেন থাকবে না। এদের দিয়ে এলাকায় এলাকায় টাকা বিলি করাচ্ছে। কেন নাকা চেকিং হচ্ছে না? কমিশন কি করছে?’’

 

প্রসঙ্গত তৃণমূল জমানায় সরকারি চাকরির নিয়োগে দুর্নীতি নিয়ে বারে বারে অভিযোগ উঠেছে শাসকদলের নেতা নেত্রীদের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, স্বজন পোষণেরও৷ তবে ভোটের মুখে মুখ্যমন্ত্রীর এহেন প্রতিশ্রুতিকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে আলোড়ন৷ যদিও বিজেপির দাবি, ১০ বছরে বলার মতো উন্নয়ন তো কিছু হয়নি বাংলার৷ যা উন্নয়ন হয়েছে সবই তৃণমূল নেতাদের৷ ফলে এসব বলে উনি ভাবছেন ভোট বৈতরণী পার হবেন৷ কিন্তু তা হওয়ার নয়৷