সারদা মামলায় আজ ইডির মুখোমুখি মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ পুলিশ কর্তা

0
267

পলাশ নস্কর, কলকাতা: আজ অর্থাৎ বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে দেখা যেতে পারে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে৷ ইডি সূত্রের খবর, সারদা মামলায় এবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ আজ অর্থাৎ বৃহস্পতিবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে৷ স্বভাবতই, সুরজিৎবাবু আসেন কি না সেদিকেই এখন নজর সব মহলের৷

আরও পড়ুন: কমিশনের নির্দেশে পদে থেকেও নিস্ক্রিয় সুরজিৎ

- Advertisement -

প্রসঙ্গত, অতীতে বেআইনী অর্থলগ্নি সংস্থা সারদার বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছিল পুলিশ কর্তা সুরজিৎ পুর কায়স্থকে। এমনকি সারদা থেকে কলকাতা পুলিশকে একাধিক অ্যাম্বুলেন্সও দেওয়া হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কর্তা সুরজিৎ পুর কায়স্থ। এমনকি সারদার এহেন একাধিক অনুষ্ঠানে তাঁকে বক্তব্য রাখতে দেখা গিয়েছিল৷

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, তদন্তে নেমে ইতিমধ্যে সেই সব ভিডিও ক্লিপিংস তাঁদের হাতে এসেছে৷ সেই সংক্রান্ত বিষয় সহ সারদা মামলায় তাঁর যোগাযোগ খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ সেই কারণেই তাঁকে সমন পাঠানো হয়েছে বলে ইডি সূত্রের খবর৷ ইডির এক কর্তা জানান, ‘‘তদন্তে আমরা সবদিকই খতিয়ে দেখছি৷ কাউকেই যেমন সন্দেহের উর্ধে রাখা হচ্ছে না তেমনই কাউকেই আগে থেকে দোষী বলতে আমরা নারাজ৷ সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে৷ তাই দফায় দফায় জেরা পর্ব চলছে৷’’

প্রশাসনের একটি সূত্রের খবর, রাজ্য পুলিশের অন্যতম শীর্ষ কর্তা সুরজিৎবাবুর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতা সর্বজনবিদিত৷ তারওপর সম্প্রতি সারদা কাণ্ডেও নাম জড়িয়েছে তাঁর৷ স্বভাবতই ভোটের মুখে এহেন বিতর্কিত অফিসারকে পদে রেখেও নিস্ক্রিয় করে দেওয়ার পথে হাঁটল কমিশন৷ প্রসঙ্গত, রাজ্যের ভোট পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা নিয়ে এদিন শিলিগুড়িতে বৈঠকে বসে কমিশনের ফুলবেঞ্চ। সেখানেই সারদা সংক্রান্ত বিষয়টি জানতে পারেন কমিশনের আধিকারিকরা৷ এরপরই তড়িঘড়ি তাঁর দায়িত্ব নিস্ক্রিয় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলেই কমিশনের একটি সূত্রের খবর৷