গুরুতর অসুস্থ বিজেপি নেতা জয় ভরতি আইসিইউ-তে

0
970
ফাইল ছবি

কলকাতা: করোনা জয় করে রাজনীতির ময়দানে নেমেছিলেন। চিরাচরিত ভঙ্গিতে আক্রমণ ছুঁড়ে দিয়েছিলেন বিরোধী শিবিরের প্রতি। যদিও সেই ধারা অব্যাহত থাকল না। ফের অসুস্থ হয়ে ভরতি হতে হল হাসুপাতালে।

আরও পড়ুন- জয় শ্রীরাম নিয়ে আমি যা বলেছিলাম, মানুষ ক্রমশ তার সত্যতা যাচাই করতে পারবেন: সায়নী ঘোষ

- Advertisement -

আলোচিত ব্যক্তি হলেন বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়। বাংলা চলচ্চিত্র জগতের একসময়ের অতিপরিচিত মুখ ২০১৪ সাল থেকে যুক্ত রয়েছেন প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে। পদ্মের প্রতীকে একাধিকবার লড়াই করেছেন নির্বাচনে। পরাস্ত হলেও রাজনীতির ময়দানে থেকে গিয়েছেন।

সেই জয় বন্দ্যোপাধ্যায়ের শরীরে থাবা বসিয়েছিল মারণ ভাইরাস করোনা। প্রায় এক পক্ষকাল হাসপাতালে কাটিয়ে বাড়িতে ফেরেন তিনি। তারপরে আবার চেনা ছন্দে রাজনীতির মঞ্চে তাঁকে দেখা যাচ্ছিল। মাস খানেক পরে ফের তাল কাটল। শীত বাড়তেই শুরু হয়ে যায় শ্বাসকষ্ট। সেই সঙ্গে চলে অন্যান্য শারীরিক সমস্যা।

আরও পড়ুন- আত্মনির্ভর ভারতের এই অগ্রগতি দেখলে খুশি হতেন নেতাজি: প্রধানমন্ত্রী

বঙ্গে বিধানসভা নির্বাচনের আগে নানাবিধ কর্মসূচী নিচ্ছে বিজেপি। নিয়মিত বাংলায় আসছেন বিজেপির দিল্লির নেতারা। চলতি মাসের ৩১ তারিখ বঙ্গে ফের অমিত শাহের আসার কথা রয়েছে। ঘনিষ্ঠ মহলে জয় জানিয়েছিলেন যে অমিত শাহের সভার আগে সুস্থ হতেই হবে। সেই কারণে জানুয়ারি মাসের ২৫ তারিখ হাসপাতালে ভরতি হওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি।

যদিও তা হয়নি। ২২ তারিখেই অবনতি হয় তাঁর শারীরিক অবস্থা। সেদিনই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। ২৩ তারিখ যখন কলকাতায় প্রধানমন্ত্রী মোদী নেতাজির জন্মদিন পালন করছেন সেই সময়ে আরও খারাপ হয়ে যায় জয়ের শারীরিক অবস্থা। নিয়ে যাওয়া হয় আইসিইউ-তে। এই মুহূর্তে তিনি ডাঃ কুণাল সরকারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।