জয় শ্রীরাম নিয়ে আমি যা বলেছিলাম, মানুষ ক্রমশ তার সত্যতা যাচাই করতে পারবেন: সায়নী ঘোষ

0
6520

নিজস্ব প্রতিনিধি: নেতাজীর ১২৫তম জন্মদিনের অনুষ্ঠানে তাঁর বক্তব্যের আগে জয় শ্রী রাম স্লোগান শুনে মঞ্চ থেকে কিছু না বলে নেমে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রের পক্ষ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজিত সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগানের বিরোধিতা করেছেন অনেকেই৷ এ বিষয়ে অভিনেত্রী সায়নী ঘোষকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘একজন মুখ্যমন্ত্রীকে এভাবে ‘হ্যাকেল’ করার চেষ্টা করা হলে আগামীদিনে সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করে আছে!’

সম্প্রতি একটি বাংলা সংবাদমাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে অভিনেত্রী সায়নী ঘোষ বলেছিলেন, ‘এই আগ্রাসী ভাবে জয় শ্রী রাম স্লোগান আমাদের সংস্কৃতি নয়’। তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে সায়নীর বিরোধিতা শুরু হয়। এমনকি বিজেপি নেতা তথাগত রায় পুরো বিষয়টি নিয়ে সায়নীর সঙ্গে টুইট যুদ্ধে নামেন। যদিও সায়নী পরে খাসখবরকে জানিয়েছিলেন, ‘তাঁকে সবার সামনে হিন্দু বিদ্বেষী সাজানোর চেষ্টা করা হচ্ছে৷ যারা এই চেষ্টা করছেন তাঁরা জানেন না এটা তাঁরা করতে পারবেন না।’ টিভিতে দেওয়া নিজের বক্তব্যকে পরিষ্কার করে সায়নী জানিয়েছিলেন, ‘আমি ভগবান রামের ভক্তি বা নামের বিরোধিতা করিনি৷ মন থেকে ভক্তিভরে ঈশ্বরের নাম নেওয়াই আমাদের সংস্কৃতি। কিন্তু জয় শ্রী রাম স্লোগানকে অনেকে ‘war cry’ এ পরিনত করতে চাইছেন, এটা আমাদের সংস্কৃতি নয়।’

- Advertisement -

শনিবারের ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজীর ১২৫ তম জন্মদিনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময় মঞ্চের নীচের ভিড় থেকে জয় শ্রী রাম স্লোগান ওঠে। বিষয়টি নিয়ে ক্ষুদ্ধ মমতা মঞ্চে উঠে বলেন, এটা সরকারি অনুষ্ঠান। এখানে একটা ডিগনিটি থাকা উচিৎ৷ আমাকে এখানে আমন্ত্রণ করেছেন প্রধানমন্ত্রী, তাঁকে ধন্যবাদ। কিন্তু এই অনুষ্ঠানে আমাকে অপমান করা হয়েছে নানা রকম স্লোগান দিয়ে। তাই আমি কিছু বলব না।’ এই বলে মঞ্চ থেকে নেমে যান মমতা৷

বিজেপি বিরোধিরা তো বটেই সঙ্গে অনেক প্রথম সারির বঙ্গ-বিজেপি নেতাও এই স্লোগানের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছেন। বিষয়টি নিয়ে সায়নী ঘোষকে জিজ্ঞেস করা হলে তিনি খাসখবরকে বলেন, ‘ যা বলেছি, মানুষ ক্রমশ তার সত্যতা যাচাই করতে পারবেন। দুর্ভাগ্যজনক যে নেতাজীকেও এসবের বাইরে রাখছে না কিছু লোক।’