32 C
Kolkata
Sunday, June 30, 2024
Home কলকাতা উত্তরের পর এবার টানা বৃষ্টিতে ভিজবে কি দক্ষিণবঙ্গ

উত্তরের পর এবার টানা বৃষ্টিতে ভিজবে কি দক্ষিণবঙ্গ

কলকাতাঃ দক্ষিণবঙ্গের (South Bengal) দুয়ারে হাজির বর্ষা। শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টিপাত। সপ্তাহের শেষ লগ্নে এসে শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টি। তবে এখনই ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur Meterological Department)। হাওয়া অফিস সুত্রে খবর, শনিবারের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে (West Bengal) এসে পড়বে মৌসুমী বায়ু। তাই রবিবার থেকেই কমতে পারে বৃষ্টিপাত। বাড়তে পারে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি।

- Advertisement -

অন্যদিকে, ভাসছে উত্তরবঙ্গে (North Bengal)। সেখানে অব্যাহত রয়েছে ভারী বৃষ্টিপাত। উত্তরবঙ্গের (North Bengal) তিনটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর (Meterological Department)। জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ার (Alipurduar) এবং কোচবিহারে ( Coochbehar) ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri) জেলাতেও হাওয়া অফিস ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।

- Advertisement -

বৃহস্পতিবার কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে। ফলে তাপমাত্রাও অনেকটাই কমেছে। শুক্রবার শহরে রোদের দেখা নেই। দিনের গুমোট গরম কিছুটা কম। রাতের তাপমাত্রাও অনেকটা নেমেছে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

গত ২৪ ঘণ্টায় কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ২.৮ ডিগ্রি বেশি। তবে শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম।

- Advertisement -

বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের (North Bengal) মালদহ (Malda), উত্তর ও দক্ষিণ দিনাজপুরে (Uttar & Dakshin Dinajpur) প্রবেশ করেছে। আগামী দু’তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের বেশকিছু অংশে ঢুকে যাবে বর্ষা। গত পাঁচ বছরের মধ্যে এই বছরের মতো এতো দেরিতে বঙ্গে বর্ষা প্রবেশ করেনি।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গত বছর উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছিল ১২ জুন। সাধারণত দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষা প্রবেশ করে ১৯ জুন। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে (South Bengal) বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে। ২৩ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। স্বভাবতই কমবে দিন এবং রাতের তাপমাত্রা।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

গৃহবধূর সঙ্গে সঙ্গম, হাতেনাতে ধরে বেধড়ক মার অর্ধনগ্ন সিভিক ভলেন্টিয়ারকে

রফিকুল ইসলাম, মুর্শিদাবাদ: গৃহবধূর সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত এক সিভিক ভলেন্টিয়ার৷ রাতে বাড়িতে স্বামী না থাকার সুযোগ নিয়ে প্রেমিক সিভিক ভলেন্টিয়ার বাড়িতে প্রবেশ করান...

র‍্যাম্পে হেঁটে নজির গড়লেন তৃতীয় লিঙ্গের ফ্যাশন প্রতিযোগীরা

শঙ্কু কর্মকার, বালুরঘাটঃ সামাজিক স্তরে নানান যুদ্ধের মধ্যে দিয়ে নিজেদের স্থান তৈরির লড়াই চালিয়ে যাচ্ছেন তৃতীয় লিঙ্গ(Transgender)। শিক্ষা থেকে সাহিত্য সর্বস্তরেই এখন তৃতীয় লিঙ্গরা...

টানা বৃষ্টির পূর্বাভাস, মিলবে গরম থেকে স্বস্তি

কলকাতাঃ এবার হয়তো দক্ষিণবঙ্গ ( South Bengal) ভিজবে আষাঢ়ে বৃষ্টিতে। দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা ও পরিমাণ বাড়বে মঙ্গলবার থেকে। দার্জিলিং (Derjeeling), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar),...

স্কুলছাত্রীকে ৫ জনকে মিলে গণধর্ষণ, উত্তপ্ত পরিস্থিতি, এলাকায় মোতায়েন আধাসামরিক বাহিনী

গুয়াহাটি: দিনে দিনে বাড়ছে ধর্ষণের মত জঘন্য ঘটনা। প্রতিদিনই দেশের কোনও না কোনও প্রান্ত থেকে এই ঘৃণ্য কাজের খবর সামনে আসছে। শনিবার নবম শ্রেণির...

খবর এই মুহূর্তে

অবিশ্বাস্য, গ্যারি কার্স্টেন কোচ থাকলেই চ্যাম্পিয়ন হয় ভারত

বিশ্বদীপ ব্যানার্জি: গ্যারি কার্স্টেন দেশের মাঠে ভারতকে ২০১১ বিশ্বকাপ জিতিয়েছিলেন। ১৩ বছর বাদেও কি তাঁর কারণেই বিশ্বকাপ জিতে নিল টিম ইন্ডিয়া? শনিবার বার্বাডোজে রোহিতরা...

যুবরাজের রেকর্ড ছুঁয়ে টি-টোয়েন্টিকে বিদায় বিরাটের, সঙ্গ নিলেন রোহিত

বিশ্বদীপ ব্যানার্জি: অবশেষে স্বপ্নপূরণ। ২০২৩ এর ১৯ নভেম্বর হয়নি। ২০২৪ এর ২৯ জুন কিন্তু হতাশ করলেন না রো-কো জুটি। ২০০৭ এর পর দ্বিতীয়বার টি...

বার্বাডোজে বিশ্ববিজয়ী, রোহিতদের হারানো মুশকিল হি নেহি, না মুমকিন হ্যায়

বিশ্বদীপ ব্যানার্জি: লেগে থাকলে সাফল্য আসবেই। নাকি এই খুশির মুহূর্তে সুর করে গাইতে হবে? "হাল ছেড়ো না, বন্ধু...." আরও পড়ুনঃ T20 World Cup: রুদ্ধশ্বাস জয় ভারতের,...

T20 World Cup: রুদ্ধশ্বাস জয় ভারতের, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি: রুদ্ধশ্বাস ম্যাচ। এভাবেও ফিরে আসা যায় তা প্রমাণ করে দিল টিম ইন্ডিয়া। T-20 ওয়ার্ল্ড কাপ জিতে দিয়েছে রোহিত শর্মার মেন ইন ব্লু। দক্ষিণ...