30 C
Kolkata
Tuesday, July 2, 2024
Home জেলার খবর ব্যারাকপুরের ব্যবসায়ীকে খুনের হুমকি, চক্রান্তের গন্ধ পাচ্ছেন অর্জুন সিং

ব্যারাকপুরের ব্যবসায়ীকে খুনের হুমকি, চক্রান্তের গন্ধ পাচ্ছেন অর্জুন সিং

প্রতীতি ঘোষ, ব্যারাকপুরঃ ফের এক খুনের হুমকির অভিযোগ। জেল থেকে ব্যবসায়ীকে ফোনে করে হুমকি দিয়েছেন বলে অভিযোগ ব্যারাকপুরের ব্যবসায়ী (Barrackpore businessman) তাপস ভগৎ-এর। বিষয়টির সঙ্গে তৃণমূলের (TMC) লিংক আছে বলে মনে করছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং (Former Barrackpore MP Arjun Singh)।

- Advertisement -

শনিবার ব্যারাকপুরের (Barrackpore) বাসিন্দা তথা ব্যবসায়ী অজয় মণ্ডলের উপর গুলি চলে। এই ঘটনার পর ফের ওই এলাকায় অপর এক ব্যবসায়ী তাপস ভগৎ-এর কাছে ফোন আসে। সেই ফোনে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়। এরপর থেকেই যথেষ্ট আতঙ্কে রয়েছেন ওই ব্যবসায়ী।

তবে এই ঘটনায় তৃণমূল জড়িত আছে। তাদের চক্রান্তেই এই ঘটনাগুলি ঘটছে। এমনটাই আশঙ্কা করছেন  প্রাক্তন সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। তিনি অবশ্য এই ঘটনাটি তৃণমূলের (TMC) সাজানো বলেই দাবি করেছেন।

- Advertisement -

সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, “কুখ্যাত দুষ্কৃতি সুবোধ সিং-এর সঙ্গে লিংক রয়েছে তাপস ভগৎ-এর। জেল বন্দি সুবোধ সিং-এর সঙ্গে যোগাযোগ রয়েছে তাপসবাবুর।” তৃণমূল (TMC) পুলিশের সঙ্গে সমঝতা করে রেখেছে। তৃণমূল ও পুলিশ দলবদ্ধভাবে অন্যায় কাজ করে। তাই তৃণমূলের গুন্ডাদের অন্যায়ের প্রতিবাদ করেনা পুলিশ।”

সংবাদমাধ্যমের কাছে তাপস ভগৎ জানান, ২০২২ সালেও তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। তারপর ২০২৩ সালেও তাঁর রেস্তোরার সামনে বোমাও ফেলা হয়েছিল। ২০২৪ সালে ফের ওই ব্যবসায়ীকে ফোন করে হুমকি দেওয়া হল। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন ওই ব্যবসায়ী।

ওই ব্যবসায়ীর আরও অভিযোগ, তাঁকে প্রাণে মারারও হুমকি দিয়েছে। সেই সঙ্গে ওই দুষ্কৃতি ফোন করে অজিত বাবুকে সাবধানে থাকতে বলেছেন। এমনকি তাঁর পরিবারের সদস্যদের উপর হামলা হতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

- Advertisement -

কেন বারবার তাঁকে এই হুমকি দেওয়া হচ্ছে? তাঁর রেস্তোরা ভালোভাবে চলছে, সেই দেখেই কী এই হুমকি? গোটা বিষয়টি নিয়েই আতঙ্ক ছড়িয়েছে ব্যারাকপুর (Barrackpore) শিল্পাঞ্চলের ব্যবসায়ী মহলে।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

গৃহবধূর সঙ্গে সঙ্গম, হাতেনাতে ধরে বেধড়ক মার অর্ধনগ্ন সিভিক ভলেন্টিয়ারকে

রফিকুল ইসলাম, মুর্শিদাবাদ: গৃহবধূর সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত এক সিভিক ভলেন্টিয়ার৷ রাতে বাড়িতে স্বামী না থাকার সুযোগ নিয়ে প্রেমিক সিভিক ভলেন্টিয়ার বাড়িতে প্রবেশ করান...

র‍্যাম্পে হেঁটে নজির গড়লেন তৃতীয় লিঙ্গের ফ্যাশন প্রতিযোগীরা

শঙ্কু কর্মকার, বালুরঘাটঃ সামাজিক স্তরে নানান যুদ্ধের মধ্যে দিয়ে নিজেদের স্থান তৈরির লড়াই চালিয়ে যাচ্ছেন তৃতীয় লিঙ্গ(Transgender)। শিক্ষা থেকে সাহিত্য সর্বস্তরেই এখন তৃতীয় লিঙ্গরা...

কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস, হলুদ সতর্কতা উত্তরে

কলকাতা: তীব্র দহল জ্বালা একটু হলেও কমেছে। তবে অস্বস্তিকর আবহাওয়া থেকে রেহাই পায়নি কলকাতাসহ (Kolkata) সমগ্র দক্ষিণবঙ্গবাসী। চাতকের ন্যায় আকাশপাণে তাকিয়ে বৃষ্টির অপেক্ষায়। আলিপুর আবহাওয়া...

বৃষ্টিতে অ্যাডভান্টেজ, আবার বৃষ্টিই সেমি থেকে ছিটকে দিতে পারে ভারতকে

বিশ্বদীপ ব্যানার্জি: অপেক্ষার আর কিছুক্ষণ মাত্র। তারপরই ভারতীয় সময় রাত ৮টা থেকে গায়নায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ভারত এবং ইংল্যান্ডের। তবে...

খবর এই মুহূর্তে

নেশার টাকা না পেয়ে মাকে খুন ছেলের

  সুজিত দুয়ারী,হাবড়া ঃনেশার টাকা না পেয়ে মায়ের গলায় ছুরি চালিয়ে খুন করলো ছেলে। ।মৃত বছর পঁয়ষট্টির বৃদ্ধার নাম রুবি বিশ্বাস।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাবড়ার...

মৃত্যুর পর কোথায় যায় মানুষ, চমকে দেবে হিন্দু পুরাণের ব্যখ্যা

বিশ্বদীপ ব্যানার্জি: কবি বলেছেন, 'জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে...।' হ্যাঁ, এটাই জীবনের একমাত্র সারসত্য। মৃত্যু (Death)। জন্ম হলে মরতে হবেই। চিকিৎসা শাস্ত্রে একটা...

সরকারি জমি প্রোমোটারকে বিক্রি করার অভিযোগে গ্রেফতার

পলাশ নস্কর, কলকাতা: সরকারি জমির উপর থাকা গাছ কাটার অভিযোগ৷ শুধু তাই সেই জমি প্রোমোটারকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে৷ ঘটনায়...

২৩ বছরের পুরনো মামলায় সমাজকর্মী মেধা পাটকরের ৫ মাসের জেল, দিতে হবে ১০ লক্ষ জরিমানা

নয়াদিল্লি: ২৩ বছরের পুরানো মানহানির মামলায় ৫ মাসের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল সমাজকর্মী মেধা পাটকরকে। সেই সঙ্গে তাঁকে দিতে হবে ১০ লক্ষ টাকা...