30 C
Kolkata
Tuesday, July 2, 2024
Home ক্রিকেট না হেরেই T20 World Cup থেকে ছিটকে যেতে পারে রোহিতের ভারত

না হেরেই T20 World Cup থেকে ছিটকে যেতে পারে রোহিতের ভারত

বিশ্বদীপ ব্যানার্জি: দীর্ঘ এক দশক ধরে টিম ইন্ডিয়ার কাছে দুঃস্বপ্নের অপর নাম নকআউট। ২০১৪ সাল থেকে লাগাতার আইসিসি টুর্নামেন্টের লিগ পর্বে ভাল ফলাফল করেও নকআউট হেরে আসছে তারা। এই সময়ে মোট ৫টি ফাইনাল এবং ৪টি সেমিফাইনাল হেরেছে তারা। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে নকআউটে না হেরেও চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) থেকে ছুটি হয়ে যেতে পারে হট ফেভারিটদের। কারণটা আর কিছুই নয়, বৃষ্টি।

- Advertisement -

আরও পড়ুনঃ চিন্তায় বিরাটের ফর্ম, বেশি ঘাম ঝরলো নেটে, ভাবনায় ক‍্যারিবিয়ান পিচ

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) এক গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দেখা দিয়েছে বৃষ্টি। ২০ দলীয় বিশ্বকাপে বৃষ্টিই যেন ২১তম প্রতিপক্ষ। ফ্লোরিডায় মার্কিন যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টির জেরে বাতিল হয়ে যাওয়ায় বিদায় নিতে হয় গতবারের ফাইনালিস্ট পাকিস্তানকে। আর এবারে সেই বৃষ্টির ভ্রুকুটি রয়েছে ভারতের ম্যাচেও। উল্লেখ্য, আইসিসি আগে থেকেই ঘোষণা করে দিয়েছে যে ভারতীয় দল সেমিফাইনালে পৌঁছলে তারা গায়নায় খেলবে। এদিকে আগামী ২৭ জুন গায়নার সেমিফাইনালে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।

- Advertisement -

 

অবশ্য বৃষ্টি হলেই যে ভারত ছিটকে যাবে, এমনটা মোটেই নয়। নকআউট ম্যাচগুলির জন্য রিজার্ভ ডে বরাদ্দ রেখেছে আইসিসি। তাছাড়া টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সুপার এইটের একটি গ্রুপের চ্যাম্পিয়নকে অন্য গ্রুপের দ্বিতীয় স্থানাধিকাজরী দলের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে হবে। এবং যদি বৃষ্টিতে সেই ম্যাচ রিজার্ভ ডে-সহ ভেস্তে যায় তাহলে সুপার এইটে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া দলটি সরাসরি ফাইনালে চলে যাবে। এবং অন্য দলটিকে বিদায় নিতে হবে বিশ্বকাপ (T20 World Cup) থেকে। অর্থাৎ রোহিতরা যদি সুপার এইটে নিজেদের গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছয় তবে সেই সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলেও সমস্যা হবে না তাদের। সরাসরি ফাইনালে চলে যাবেন তারা। কিন্তু যদি ভারত গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারে, যদি দ্বিতীয় স্থানে থেকে সেমিতে পৌঁছয় তাহলে সেমিফাইনাল বৃষ্টির কারণে ভেস্তে গেলে না হেরেই বিশ্বকাপ থেকে ছুটি হয়ে যাবে তাদের। বলা ভালো, না খেলেই বিদায় নিতে হবে রোহিত-বাহিনীকে। আর এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে রিজার্ভ ডে-তেও বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অর্থাৎ বৃষ্টির কথা মাথায় রেখে ভারতের লক্ষ্য থাকবে সুপার এইটে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পৌঁছানো। কিন্তু কাজটা যে একেবারেই সোজা হবে না তা বলাই বাহুল্য। কারণ, ভারতের গ্রুপে বাংলাদেশ এবং আফগানিস্তান ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া। তাছাড়া শুধু প্রতিপক্ষ নয়, টিম ইন্ডিয়ার চিন্তা ব্যাটিং-ও। বিরাট কোহলি প্রাথমিক পর্বে চূড়ান্ত অফ ফর্মে ছিলেন। অধিনায়ক রোহিতকেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ বাদে তেমন ছন্দে দেখা যায়নি। সুপার এইটে দুজনের পারফরম্যান্স কেমন থাকে তার ওপর নির্ভর করছে ভারতের ভাগ্য।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

গৃহবধূর সঙ্গে সঙ্গম, হাতেনাতে ধরে বেধড়ক মার অর্ধনগ্ন সিভিক ভলেন্টিয়ারকে

রফিকুল ইসলাম, মুর্শিদাবাদ: গৃহবধূর সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত এক সিভিক ভলেন্টিয়ার৷ রাতে বাড়িতে স্বামী না থাকার সুযোগ নিয়ে প্রেমিক সিভিক ভলেন্টিয়ার বাড়িতে প্রবেশ করান...

র‍্যাম্পে হেঁটে নজির গড়লেন তৃতীয় লিঙ্গের ফ্যাশন প্রতিযোগীরা

শঙ্কু কর্মকার, বালুরঘাটঃ সামাজিক স্তরে নানান যুদ্ধের মধ্যে দিয়ে নিজেদের স্থান তৈরির লড়াই চালিয়ে যাচ্ছেন তৃতীয় লিঙ্গ(Transgender)। শিক্ষা থেকে সাহিত্য সর্বস্তরেই এখন তৃতীয় লিঙ্গরা...

কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস, হলুদ সতর্কতা উত্তরে

কলকাতা: তীব্র দহল জ্বালা একটু হলেও কমেছে। তবে অস্বস্তিকর আবহাওয়া থেকে রেহাই পায়নি কলকাতাসহ (Kolkata) সমগ্র দক্ষিণবঙ্গবাসী। চাতকের ন্যায় আকাশপাণে তাকিয়ে বৃষ্টির অপেক্ষায়। আলিপুর আবহাওয়া...

বৃষ্টিতে অ্যাডভান্টেজ, আবার বৃষ্টিই সেমি থেকে ছিটকে দিতে পারে ভারতকে

বিশ্বদীপ ব্যানার্জি: অপেক্ষার আর কিছুক্ষণ মাত্র। তারপরই ভারতীয় সময় রাত ৮টা থেকে গায়নায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ভারত এবং ইংল্যান্ডের। তবে...

খবর এই মুহূর্তে

নেশার টাকা না পেয়ে মাকে খুন ছেলের

  সুজিত দুয়ারী,হাবড়া ঃনেশার টাকা না পেয়ে মায়ের গলায় ছুরি চালিয়ে খুন করলো ছেলে। ।মৃত বছর পঁয়ষট্টির বৃদ্ধার নাম রুবি বিশ্বাস।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাবড়ার...

মৃত্যুর পর কোথায় যায় মানুষ, চমকে দেবে হিন্দু পুরাণের ব্যখ্যা

বিশ্বদীপ ব্যানার্জি: কবি বলেছেন, 'জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে...।' হ্যাঁ, এটাই জীবনের একমাত্র সারসত্য। মৃত্যু (Death)। জন্ম হলে মরতে হবেই। চিকিৎসা শাস্ত্রে একটা...

সরকারি জমি প্রোমোটারকে বিক্রি করার অভিযোগে গ্রেফতার

পলাশ নস্কর, কলকাতা: সরকারি জমির উপর থাকা গাছ কাটার অভিযোগ৷ শুধু তাই সেই জমি প্রোমোটারকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে৷ ঘটনায়...

২৩ বছরের পুরনো মামলায় সমাজকর্মী মেধা পাটকরের ৫ মাসের জেল, দিতে হবে ১০ লক্ষ জরিমানা

নয়াদিল্লি: ২৩ বছরের পুরানো মানহানির মামলায় ৫ মাসের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল সমাজকর্মী মেধা পাটকরকে। সেই সঙ্গে তাঁকে দিতে হবে ১০ লক্ষ টাকা...