30 C
Kolkata
Tuesday, July 2, 2024
Home ক্রিকেট ১৯ নভেম্বরের বদলা রোহিতরা কি সত্যি সত্যিই নিতে পেরেছেন

১৯ নভেম্বরের বদলা রোহিতরা কি সত্যি সত্যিই নিতে পেরেছেন

বিশ্বদীপ ব্যানার্জি: ১৯ নভেম্বর, ২০২৩। তারিখটা সম্ভবতঃ বেশিরভাগ ভারতীয়ই মনে রাখতে চাইবেন না। হ্যাঁ, একথাও ঠিক যে বছরকুড়ি আগেও একইদিন দেখতে হয়েছিল। দেশবাসীর মনে চূড়ান্ত আশা জাগিয়েও রিকি পন্টিংদের বিরুদ্ধে শেষরক্ষা করতে পারেনি সৌরভের ভারত। তবু দেশের মাটিতে গোটা বিশ্বকাপে অপরাজেয় থেকে ফাইনালে হার, এর সঙ্গে যেন কোনও কিছুর তুলনাই চলে না।

- Advertisement -

আরও পড়ুনঃ কোপায় অপ্রতিরোধ্য Argentina, চিলির বিরুদ্ধে কোন বদলা নিলেন মেসিরা

তবে ২০২৩ -এর ১৯ নভেম্বরের ক্ষতে কিছুটা হলেও যেন প্রলেপ পড়েছে ২০২৪ সালের ২৫ জুন। ৪১ বছর আগে এই দিনেই প্রথমবার বিশ্বজয় করেছিল ভারত। আবার এই দিনেই আফগানিস্তানের সঙ্গে যৌথ প্রয়াসে অজিদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে দিল রোহিত শর্মা-বাহিনী।সোমবার রাতে অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে দিয়ে আফগানদের সেমির রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল ভারত। মঙ্গলবার সকালে বাংলাদেশকে ডিএলএস পদ্ধতিতে ৮ রানে হারিয়ে ক্যাঙ্গারুদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন রশিদ খানরা।

- Advertisement -

কিন্তু এরপরেও তো থেকে যাচ্ছে প্রশ্নটা। ভারত এবং আফগানিস্তান মিলে অজিদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ থেকে নক আউট করে দিয়েছে ঠিকই কিন্তু গত ১৯ নভেম্বরের বদলা কি সত্যি সত্যি নিতে পেরেছেন রোহিত শর্মারা? সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের দাবি, অবশ্যই পেরেছেন। তাঁদের বক্তব্য, গত একদিনে ক্রিকেট বিশ্বকাপের মত এবারের টি-২০ বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হওয়ার মতই দল ছিল অস্ট্রেলিয়া। কাজেই তাদের সেমিফাইনালের আগে বিদায় করে দেওয়াটা অবশ্যই গত ১৯ নভেম্বরের বদলা। সত্যিই কি তাই?

১৯ নভেম্বর

সাল ২০১১। অস্ট্রেলিয়াকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিতে উঠেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। ব্যাট-বলে দুরন্ত পারফরম্যান্স দিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন যুবরাজ সিং। এরপর ম্যাচ শেষে তাঁকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হল, “অস্ট্রেলিয়াকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে উঠলেন, একে কি আপনি ২০০৩ ফাইনালের বদলা বলবেন?” এই প্রশ্ন শুনে যুবরাজ কী উত্তর দিয়েছিলেন, জানেন? তিনি একটুও দেরি না করে বলেছিলেন, “দুটোর মধ্যে কোন তুলনাই আসে না। ওরা আমাদের ফাইনালে হারিয়েছিল। আমরা ওদের আজ নক আউট করে দিয়েছি ঠিকই। কিন্তু যতক্ষণ না ট্রফি পাচ্ছি, ততক্ষণ ‘বদলা’ শব্দটা কোনওভাবেই খাটেনা।”

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিংকঃ https://www.facebook.com/share/8QBNRYob57oeRAjU/?mibextid=qi2Omg

একই কথা রোহিত শর্মার দলের ক্ষেত্রেও প্রযোজ্য, তা নেটাগরিকরা যে যুক্তিই দর্শান না কেন। শেষপর্যন্ত শনিবার যদি অধিনায়ক রোহিতের হাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ওঠে, একমাত্র তাহলেই কিছুটা বলা যেতে পারে যে ভারত বদলা নিতে পেরেছে। কারণ, দাঁতের বদলে যেমন দাঁত বা চোখের বদলে চোখ, তেমনই বিশ্বকাপের বিকল্প শুধুই আরেকটা বিশ্বকাপ। বা ফাইনালের বিকল্প ফাইনাল। তবে এক্ষেত্রে আরেকটা কথাও মাথায় রাখতে হবে। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া ভারতকে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে হারিয়েছিল। আর ভারত অজিদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে দিল। দুই ফরম্যাটের মধ্যে কিন্তু কোন তুলনাই আসে না। কাজেই ট্রফি জিতলেও বদলাটা কি পুরোপুরি হবে? আগামী দিনে টিম ইন্ডিয়া যদি কখনও অস্ট্রেলিয়াকে ফাইনালে হারিয়ে একদিনের ক্রিকেট বিশ্বকাপ জেতে, একমাত্র তাহলেই বলা যাবে, হ্যাঁ বদলা নিয়েছে ভারত। নচেৎ নয়।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

গৃহবধূর সঙ্গে সঙ্গম, হাতেনাতে ধরে বেধড়ক মার অর্ধনগ্ন সিভিক ভলেন্টিয়ারকে

রফিকুল ইসলাম, মুর্শিদাবাদ: গৃহবধূর সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত এক সিভিক ভলেন্টিয়ার৷ রাতে বাড়িতে স্বামী না থাকার সুযোগ নিয়ে প্রেমিক সিভিক ভলেন্টিয়ার বাড়িতে প্রবেশ করান...

র‍্যাম্পে হেঁটে নজির গড়লেন তৃতীয় লিঙ্গের ফ্যাশন প্রতিযোগীরা

শঙ্কু কর্মকার, বালুরঘাটঃ সামাজিক স্তরে নানান যুদ্ধের মধ্যে দিয়ে নিজেদের স্থান তৈরির লড়াই চালিয়ে যাচ্ছেন তৃতীয় লিঙ্গ(Transgender)। শিক্ষা থেকে সাহিত্য সর্বস্তরেই এখন তৃতীয় লিঙ্গরা...

কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস, হলুদ সতর্কতা উত্তরে

কলকাতা: তীব্র দহল জ্বালা একটু হলেও কমেছে। তবে অস্বস্তিকর আবহাওয়া থেকে রেহাই পায়নি কলকাতাসহ (Kolkata) সমগ্র দক্ষিণবঙ্গবাসী। চাতকের ন্যায় আকাশপাণে তাকিয়ে বৃষ্টির অপেক্ষায়। আলিপুর আবহাওয়া...

বৃষ্টিতে অ্যাডভান্টেজ, আবার বৃষ্টিই সেমি থেকে ছিটকে দিতে পারে ভারতকে

বিশ্বদীপ ব্যানার্জি: অপেক্ষার আর কিছুক্ষণ মাত্র। তারপরই ভারতীয় সময় রাত ৮টা থেকে গায়নায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ভারত এবং ইংল্যান্ডের। তবে...

খবর এই মুহূর্তে

নেশার টাকা না পেয়ে মাকে খুন ছেলের

  সুজিত দুয়ারী,হাবড়া ঃনেশার টাকা না পেয়ে মায়ের গলায় ছুরি চালিয়ে খুন করলো ছেলে। ।মৃত বছর পঁয়ষট্টির বৃদ্ধার নাম রুবি বিশ্বাস।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাবড়ার...

মৃত্যুর পর কোথায় যায় মানুষ, চমকে দেবে হিন্দু পুরাণের ব্যখ্যা

বিশ্বদীপ ব্যানার্জি: কবি বলেছেন, 'জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে...।' হ্যাঁ, এটাই জীবনের একমাত্র সারসত্য। মৃত্যু (Death)। জন্ম হলে মরতে হবেই। চিকিৎসা শাস্ত্রে একটা...

সরকারি জমি প্রোমোটারকে বিক্রি করার অভিযোগে গ্রেফতার

পলাশ নস্কর, কলকাতা: সরকারি জমির উপর থাকা গাছ কাটার অভিযোগ৷ শুধু তাই সেই জমি প্রোমোটারকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে৷ ঘটনায়...

২৩ বছরের পুরনো মামলায় সমাজকর্মী মেধা পাটকরের ৫ মাসের জেল, দিতে হবে ১০ লক্ষ জরিমানা

নয়াদিল্লি: ২৩ বছরের পুরানো মানহানির মামলায় ৫ মাসের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল সমাজকর্মী মেধা পাটকরকে। সেই সঙ্গে তাঁকে দিতে হবে ১০ লক্ষ টাকা...