31 C
Kolkata
Monday, July 1, 2024
Home ক্রিকেট IND vs SA: দ্রাবিড় মন্ত্রেই কি মিলবে সাফল্যের চাবিকাঠি

IND vs SA: দ্রাবিড় মন্ত্রেই কি মিলবে সাফল্যের চাবিকাঠি

- Advertisement -

খাস খবর ডেস্ক: রবিবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে অভিযান শুরু করতে চলেছে ভারত। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দুই দলের মধ্যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। কোচ হিসেবে থেড কোচ রাহুল দ্রাবিড়ের এটাই প্রথম বিদেশ সফর। দ্রাবিড়ের নেতৃত্বে ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকায় ভারত প্রথমবার প্রোটিয়াদের দেশে একটি টেস্ট ম্যাচ জিতেছিল। ভারতীয় দল দক্ষিণ আফ্রিকায় একবারও টেস্ট সিরিজ জিততে পারেনি এবং এবারও সহজ হবে না।

হেড কোচ দ্রাবিড়ও বিশ্বাস করেন যে, দক্ষিণ আফ্রিকায় টেস্ট ক্রিকেট খেলা চ্যালেঞ্জিং। তবে দ্রাবিড় জানিয়ে দিচ্ছেন, তার খেলোয়াড়রা চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। বিসিসিআই টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দ্রাবিড় ব্যাখ্যা করেছেন কেন দক্ষিণ আফ্রিকায় টেস্ট ক্রিকেট খেলা চ্যালেঞ্জিং। তিনি বলেন, “টেস্ট ক্রিকেট খেলার জন্য এটা খুব ভালো দেশ। এছাড়াও এখানে টেস্ট ক্রিকেট খেলা খুবই চ্যালেঞ্জিং। এখানকার কন্ডিশন খুবই চ্যালেঞ্জিং। তবে আমরা এখানে টেস্ট ক্রিকেট খেলার জন্য খুব উত্তেজিত। দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি এদেশে আমার প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলাম।”

- Advertisement -

আরও পড়ুন: সপরিবারে Christmas সেলিব্রেশনে ব্যস্ত মাহি

তিনি আরও বলেন, “আমার অধিনায়কত্বে ভারত প্রথমবার এখানে টেস্ট ম্যাচ জিতেছে। কিন্তু এখানে কিছু তিক্ত স্মৃতিও আছে। আমরা এখানে ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনাল খেলেছিলাম, কিন্তু হেরে গিয়েছিলাম। গত কয়েক বছরে আমরা এখানে ভালো বন্ধুও তৈরি করেছি। খেলোয়াড়রা এই মুহূর্তে বায়ো বাবলের মধ্যে রয়েছে, তবে তারা এই সিরিজ নিয়ে খুব উত্তেজিত।” কোচ হিসেবে এটি দ্রাবিড়ের প্রথম বিদেশ সফর এবং এমন পরিস্থিতিতে তিনি দক্ষিণ আফ্রিকায় তার অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন।

আরও পড়ুন: ভাজ্জির অবসরের পর আবেগঘন বিসিসিআই প্রেসিডেন্ট

- Advertisement -

দ্রাবিড় দক্ষিণ আফ্রিকাতেই টেস্ট সেঞ্চুরি করেছিলেন। তিনি বলেছেন, “এই সফরের সঙ্গে আমার কোচিংও পরীক্ষা করা হবে যাতে আমি দেখতে পারি যে আমাকে কোথায় বেশি ফোকাস করতে হবে। আসার সঙ্গে সঙ্গে সবকিছু বদলে যাবে না। কিন্তু দু-তিনটি জিনিস আমার মাথায় আছে। সাপোর্ট স্টাফরাও এখানে ভালোই ফোকাস করছে। আমি আমার সময় উপভোগ করছি। গত দুই মাসে আমরা অনেক ক্রিকেট খেলেছি এবং অনেক সফর করেছি। গত দুই থেকে তিন বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং আমার কাজ হল আরও উন্নতি করা।”

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

গৃহবধূর সঙ্গে সঙ্গম, হাতেনাতে ধরে বেধড়ক মার অর্ধনগ্ন সিভিক ভলেন্টিয়ারকে

রফিকুল ইসলাম, মুর্শিদাবাদ: গৃহবধূর সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত এক সিভিক ভলেন্টিয়ার৷ রাতে বাড়িতে স্বামী না থাকার সুযোগ নিয়ে প্রেমিক সিভিক ভলেন্টিয়ার বাড়িতে প্রবেশ করান...

যোগীর পর মমতা,বাঙলায় নামলো বুলডোজার

প্রতীতি ঘোষ,ব্যারাকপুর ঃযোগী রাজ্যের বুল ডোজার নীতি এই বার শুরু হোলো বাংলায়।যোগীর মতনই  সোমবার  মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেআইনি নির্মাণ,জমি মাফিয়ারাজ  মুখ্যমন্ত্রী নিয়ে সরব হন। রাজ্যের...

র‍্যাম্পে হেঁটে নজির গড়লেন তৃতীয় লিঙ্গের ফ্যাশন প্রতিযোগীরা

শঙ্কু কর্মকার, বালুরঘাটঃ সামাজিক স্তরে নানান যুদ্ধের মধ্যে দিয়ে নিজেদের স্থান তৈরির লড়াই চালিয়ে যাচ্ছেন তৃতীয় লিঙ্গ(Transgender)। শিক্ষা থেকে সাহিত্য সর্বস্তরেই এখন তৃতীয় লিঙ্গরা...

কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস, হলুদ সতর্কতা উত্তরে

কলকাতা: তীব্র দহল জ্বালা একটু হলেও কমেছে। তবে অস্বস্তিকর আবহাওয়া থেকে রেহাই পায়নি কলকাতাসহ (Kolkata) সমগ্র দক্ষিণবঙ্গবাসী। চাতকের ন্যায় আকাশপাণে তাকিয়ে বৃষ্টির অপেক্ষায়। আলিপুর আবহাওয়া...

খবর এই মুহূর্তে

নেশার টাকা না পেয়ে মাকে খুন ছেলের

  সুজিত দুয়ারী,হাবড়া ঃনেশার টাকা না পেয়ে মায়ের গলায় ছুরি চালিয়ে খুন করলো ছেলে। ।মৃত বছর পঁয়ষট্টির বৃদ্ধার নাম রুবি বিশ্বাস।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাবড়ার...

মৃত্যুর পর কোথায় যায় মানুষ, চমকে দেবে হিন্দু পুরাণের ব্যখ্যা

বিশ্বদীপ ব্যানার্জি: কবি বলেছেন, 'জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে...।' হ্যাঁ, এটাই জীবনের একমাত্র সারসত্য। মৃত্যু (Death)। জন্ম হলে মরতে হবেই। চিকিৎসা শাস্ত্রে একটা...

সরকারি জমি প্রোমোটারকে বিক্রি করার অভিযোগে গ্রেফতার

পলাশ নস্কর, কলকাতা: সরকারি জমির উপর থাকা গাছ কাটার অভিযোগ৷ শুধু তাই সেই জমি প্রোমোটারকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে৷ ঘটনায়...

২৩ বছরের পুরনো মামলায় সমাজকর্মী মেধা পাটকরের ৫ মাসের জেল, দিতে হবে ১০ লক্ষ জরিমানা

নয়াদিল্লি: ২৩ বছরের পুরানো মানহানির মামলায় ৫ মাসের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল সমাজকর্মী মেধা পাটকরকে। সেই সঙ্গে তাঁকে দিতে হবে ১০ লক্ষ টাকা...