31 C
Kolkata
Thursday, July 4, 2024
Home রম্য রচনা তৃপ্তির হাসি, অতৃপ্ত আত্মা

তৃপ্তির হাসি, অতৃপ্ত আত্মা

সুজয় গুহ: শেষ ওভারের শেষ চার বলে দরকার কুড়ি রান। সাউথ আফ্রিকান বোলার এনরিচ নর্তের বলে পর পর তিনটি ছয় মেরে তৃপ্তির হাসি হাসলেন গুজরাট ব্যাটসম্যান রাহুল তেওয়াতিয়া। তিনটি ছয়ের সুবাদে এক ঝটকায় আঠারো রান এলো। শেষ বলে জিততে হলে দরকার মাত্র দু’রান। ওদিকে পর পর তিনটি ছয় হজম করতে পারেননি অতৃপ্ত সাউদি বোলার নর্তে। শেষ বলটা ঝাড়লেন গোছে (ইয়র্কার)। ব্যাটে বলে না লাগাতে পেরে মুখ থুবড়ে পড়লেন তেওয়াতিয়া। উড়ে যাওয়া উইকেট হাতে তুলে দৌড় লাগালেন নর্তে। গুজরাটের বিরুদ্ধে আইপিএলের চুয়াল্লিশ তম ম্যাচ পকেটে পুরলো আন্ডারডগ দিল্লি।

- Advertisement -

আরও পড়ুন: রাজার শাসন

না, এটা কোনও ক্রিকেট ম্যাচের কভার রিপোর্ট নয়। তৃপ্ত এবং অতৃপ্ত জিবিত আত্মার ময়নাতদন্ত। বহু মানুষ জয়ী হয়েছেন ধরে নিয়ে তৃপ্তির হাসি যখনই হেসেছেন তখনই তিনি ফেসেছেন এমন বহু উদাহরণ সমাজের চারপাশে রয়েছে। বাজারে গিয়ে এক ব্যক্তি দেখলেন ১০০ টাকায় ৪টি মুসম্বী ফল বিকোচ্ছে। অ অর্থাৎ একটি ফল পিছু পঁচিশ টাকা, চড়া দাম।সাশ্রয়ের জন্য সেই ব্যক্তি অপরদিকের ফল বিক্রেতার কাছ থেকে এক ডজন মুসম্বি ১০০ টাকায় কিনে ফেলে তৃপ্তির হাসি হাসলেন। যদিও আক্ষরিক অর্থে জয় তখনও নিশ্চিত হয়নি। বাড়ি ফেরার পর ওই ব্যক্তি যখন দেখলেন এক ডজন ফলের মধ্যে কয়েকটি অবস্থা খুবই খারাপ (ঠকে যাওয়া), তখন তিনি বেশ বিরক্তই (অতৃপ্ত) হলেন। মনোবিজ্ঞানীরা বলেন জয়ের সঙ্গে সঙ্গে জয়ী ব্যক্তির ডোপামাইন, এনডোরফিনস জাতীয় হরমোনের নিঃসরণ ঘটে, যা তার শরীরে অপার্থিব অনুভূতি প্রদান করে। আবার একই সঙ্গে আমাদের যাবতীয় দক্ষানুভূতির নিয়ন্ত্রণে ভূমিকা রাখে সেরোটেনিন হরমোন। এখন আজকের এই রচনার মূল প্রতিপাদ্য বিষয় হল জয়ের অন্তিম লগ্নে পৌঁছে এই দুটি হরমোনের নিয়ন্ত্রণের বিষয়টি কিন্তু আমরা অনেকেই ভুলে যাই। তারই বিচ্ছিন্ন কয়েকটি আলোচনা আমাদের এই রচনায় উঠে আসছে।

- Advertisement -

একবার এক লেভেল ক্রসিং-এ ঠায় রোদ্দুরে দাঁড়িয়ে রয়েছি। সাহসী ভঙ্গিতে বিরক্ত মুখে আমার গা ঘেঁষে এক ব্যক্তি লেভেল ক্রসিংয়ের গেট টপকে ওপারে যাওয়ার চেষ্টা করলেন। ডাউনের ট্রেন আসছে কিন্তু সেই ব্যক্তির বেশ তাড়া আছে বোঝা গেল। কিন্তু সেই ব্যক্তির তেজ এবং সাহসিকতার কাছে ট্রেনও বোধ হয় পরাস্ত হল উনি প্রথম লাইনটা টপকে চলে গেলেন। এরপরে বুঝিবা তার মনে তৃপ্তির উদয় হয়েছিল, তিনি বুঝিবা পিছনে তাকিয়ে আমাদের বোকা মনে করে একবার হেসেছিলেন। কিন্তু পরবর্তী ছবিটা খুবই নৃশংস এবং বেদনাদায়ক। আপ লাইনেও যে একই সময়ে আরেকটি ট্রেন আসছিল সেটি তার গোচরে ছিল না। মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি এবং তার সাইকেলটি বিকট শব্দে হাওয়ায় মিলিয়ে গেল।

জয় নিশ্চিত হওয়ার পরেও যে তৃপ্তির হাসি ক্ষতিকারক তা প্রমাণ হয়েছিল ২০০৬ সালের রাজ্য রাজনীতির বিধানসভা নির্বাচনে। ২০০৬ সালে বিধানসভা নির্বাচনে ২৩৫ আসন নিয়ে জয়ের পরে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিরোধীদের উদ্দেশে এক বার বলেছিলেন, ‘‘আমরা ২৩৫, ওরা ৩০। ওদের কথা কেন শুনব?’’ তারপর বাকিটা ইতিহাস। আবার একইভাবে সেই ঘটনার একপক্ষ বছর পরে আবার সেই তৃপ্তির হাসি শোনা যাচ্ছে তদানীন্তন বিরোধী দলের কন্ঠে। দুয়ারে পঞ্চায়েত। সেই লক্ষ্যে বঙ্গ রাজনীতির ময়দানে সব দল কোমর বেঁধে নামলেও শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন ছাব্বিশের অঙ্ক। ২৩-এর শুরুতে দাঁড়িয়েই বেঁধে দিলেন ২০২৬ সালের বিধানসভার লক্ষ্যমাত্রা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “২০১১ সালে তৃণমূলের কটা আসন ছিল? মোটে ১৮৪টা। ২০১৬ সালে ২১১, তারপর ২০২১ সালে ২১৪। ২০২৬ সালে এবার ২৪০ হবে।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

জয়ের আগেই জয়ের তৃপ্তির হাসি যে বেমানান তা বিভিন্ন ঘটনা প্রবাহ নির্দেশ করে। আর এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শরীরে ডোপামাইন, এনডোরফিনস না সেরোটেনিন কোন হরমোন বেশি নিঃসৃত হচ্ছে তা মনোবিজ্ঞানীরাই বলতে পারবেন।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

কেদারনাথ মন্দিরের পিছন দিক থেকে হঠাৎ নামল ভয়ঙ্কর তুষারঝড়, তারপর যা হল…

সিমলা: হটাৎ করেই কেদারনাথ মন্দিরের পিছনে দেখা গেল পাহাড়ের উপর থেকে দ্রুত গতিতে নামছে সাদা মেঘের মত কিছু জিনিস। কয়েক মুহূর্ত পর বোঝা গেল...

তীর্থযাত্রা থেকে ফেরার পথে মিনি বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ১৩

বেঙ্গালুরু: মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার ভোরে কর্ণাটকের হাভেরি জেলার ব্যাদাগি তালুকে একটি মিনি-বাস দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে...

স্কুলে ২ দিনে ৩ শিশুর মৃত্যু,অসুস্থ ১২, তদন্তের নির্দেশ

ইন্দোর: গত কয়েকদিনে স্কুলের মধ্যে শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মধ্যপ্রদেশের ইন্দোর জেলায় অবস্থিত বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য একটি বিশেষ বিদ্যালয় শ্রী যুগপুরুষ ধাম...

কেন হাত নেই জগন্নাথের, জানা কাহিনীর বাইরে যে অজানা পৌরাণিক তাৎপর্য

বিশ্বদীপ ব্যানার্জি: পুরীর জগন্নাথদেবের কেন হাত নেই? নেপথ্যের কাহিনী বহুল প্রচলিত। সকলেই জানেন, জগন্নাথের মূর্তি তৈরীর সময় ভাস্কররূপী বিশ্বকর্মা রাজা ইন্দ্রদ্যুম্নকে শর্ত দিয়েছিলেন যেন...

খবর এই মুহূর্তে

সরকারি লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে মদ বিক্রির বিরোধিতা তৃণমূল নেতার

গোপাল শীল, পাথরপ্রতিমা: মদ বিক্রির বিরোধিতা তৃণমূল নেতার৷ যদিও দোকানটি লাইসেন্স বলে জানা গিয়েছে৷ মদ আটকে ক্ষোভ প্রকাশ শাসকদলের (TMC) ওই নেতার৷ এমনটাই অভিযোগ...

লেক গার্ডেন্সের গেস্ট হাউসে প্রেমিকাকে খুন, সুইসাইড নোট উদ্ধার যুবকের

কলকাতা: সঙ্গীনীকে গুলি করে আত্মঘাতী(Suicide) যুবক। গড়িয়াহাটের কাছেই একটি গেস্ট হাউসে বুধবার ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, সঙ্গিনীকে গুলি করার পরে নিজের মাথায় গুলি...

কথা রাখলেন খাদ্যরসিক রোহিত, বিশ্ব জিতে দেশে ফিরে কেকে কামড়

বিশ্বদীপ ব্যানার্জি: বিশ্বকাপ জিতে দেশে ফিরে স্বমহিমায় রোহিত শর্মা। বৃহস্পতিবার ভোর ৬টা ৫ মিনিটে দিল্লিতে অবতরণ করে টিম ইন্ডিয়া। এরপর বেলা ১১টা নাগাদ তারা...

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আরও ৩টি ব্রিজ, ১৫ দিনে নবম ঘটনা

পাটনা: একের পর এক ভেঙে পড়ছে ব্রিজ। বিহার বুধবার আরও তিনটি সেতু ভেঙে পড়ার সাক্ষী থেকেছে। গত ১৫ দিনের মধ্যে বৃষ্টি প্রভাবিত রাজ্যে এই...