30 C
Kolkata
Monday, July 1, 2024
Home কলকাতা শাসকদলে বিদ্রোহের ছায়াঃ ২১ জুলাইয়ের শহিদ সমাবেশে কি থাকবেন না অভিষেক

শাসকদলে বিদ্রোহের ছায়াঃ ২১ জুলাইয়ের শহিদ সমাবেশে কি থাকবেন না অভিষেক

কলকাতা: ফের বিদ্রোহের ছায়া শাসকদলে? সৌজন্যে ২১ জুলাইকে কেন্দ্র করে এআইটিসির টুইটার হ্যান্ডেলের কভার পেজের ছবি। সেখানে দেখা যাচ্ছে, ২১ জুলাইয়ের সমাবেশকে ঘিরে কভারপেজে শুধুই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি। গত বছরের ২৩ নভেম্বরে নেতাজি ইন্ডোরে কর্মী সভাতেও অভিষেকের কোনও ছবি ছিল না। যা নিয়ে ওই সময় প্রকাশ্যেই প্রশ্ন তুলেছিলেন দলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ। প্রশ্ন উঠেছিল, দলনেত্রী এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সম্পর্কের বিশ্বাসেও কি চোরাস্রোত? নেত্রীকে ছাপিয়ে যেতে চাইছেন অভিষেক? তাই কি সাময়িক ডানা ছেঁটে বার্তা দেওয়ার চেষ্টা?

- Advertisement -

আরও পড়ুনঃ হকার উচ্ছেদের প্রতিবাদ বিশ বাঁও জলে, অনিল বিশ্বাস থাকলে এমনটা হত কি

ফের ২১ জুলাইয়ের সমাবেশকে ঘিরে একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় বিষয়টিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিষয়টি নিয়ে শোরগোল তৈরি হয়েছে দলের অন্দরেও। তাঁদের মতে, সাম্প্রতিক অতীতে দলের প্রায় প্রতিটি কর্মসূচিতে মমতার পাশাপাশি অভিষেকের ছবি দেখা যাচ্ছে। দিদির পরে তিনিই যে দলের সেকেন্ড ইন কম্যান্ড তাও বিভিন্ন সময় আকার ইঙ্গিতে বুঝিয়ে থাকেন অভিষেক। এবারের ভোটে দিদির সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে উত্তর থেকে দক্ষিণ প্রচারে ঝড়ও তুলেছিলেন অভিষেক। ফলে দলের একাংশের মতে, লোকসভা ভোটে ভাল ফলের পর ২১ জুলাই হতে চলা সমাবেশে অভিষেকের ছবি রাখা যেতেই পারতো। অন্তত দলের সেনাপতি হিসেবে এই চাওয়ার সঙ্গত কারণও রয়েছে অভিষেকের। কিন্তু তা না হওয়ায় দলের অন্দরে পিসি-ভাইপোর দ্বন্দ্ব নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

- Advertisement -

প্রসঙ্গত, তৃণমূলের অন্দরে নবীন-প্রবীণ বিতর্ক নতুন নয়। এবারের লোকসভা ভোটেও সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো সত্তরোর্দ্ধদের প্রার্থী না করার জন্য দলনেত্রীর উপরে চাপ তৈরি করেছিলেন অভিষেক। এমনকী এ বিষয়ে জলঘোলা করতে প্রকাশ্যেও অভিষেক প্রশ্ন তুলেছিলেন, “একজন ৪০ বছরের মানুষ আর একজন ৭০ বছরের মানুষের কর্মক্ষমতা কি এক?” সব পেশার মতো রাজনীতিতেও অবসর থাকা উচিত বলেও জানিয়েছিলেন অভিষেক। পাল্টা হিসেবে সৌগতও সেসময় বলেছিলেন, “আমরা কলকারখানার শ্রমিক নই যে শারীরিক কসরত দিয়ে দক্ষতা বিচার করতে হবে।” তবে নবীন-প্রবীণ ওই বিতর্কে শেষ পর্যন্ত জয় হয়েছিল দলনেত্রীর সিদ্ধান্তের। লোকসভায় ফের টিকিট পেয়েছিলেন সৌগত, সুদীপরা। যদিও সুদীপ, সৌগতর প্রচারে সেভাবে দেখা যায়নি অভিষেককে। দলের একটি সূত্রের খবর, ওই সময় চোখের চিকিৎসার জন্য অভিষেক বিদেশে যাবেন।

খাস খবর ফেসবুক পেজের লিংকঃ https://www.facebook.com/share/434buqMrZ98y4kma/?mibextid=qi2Omg

সম্প্রতি টুইটে সাময়িক বিরতির কথাও জানিয়েছিলেন তিনি। সম্ভবত, সে কারণেই ছবি রাখা হয়নি। অপর অংশের মতে, ভোটের ফল প্রকাশের পর থেকেই সংগঠন এবং প্রশাসনকে চাঙ্গা করতে নেত্রী যেভাবে ঝাঁকুনি দিতে শুরু করেছেন তাতে অভিষেকপন্থীরা ফের নবীন-প্রবীণ বিতর্ক সামনে আনতে পারেন। প্রশ্ন তুলতে পারেন, বাকি সব ক্ষেত্রের মতো বয়সের সীমার ক্ষেত্রেও কেন শুদ্ধিকরণ করা হবে না? সম্ভবত, সেই বিদ্রোহের আঁচ আগুনে পরিণত হওয়ার আগেই সাময়িক ডানা ছাঁটা হল কিনা, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে দলের অন্দরে।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

গৃহবধূর সঙ্গে সঙ্গম, হাতেনাতে ধরে বেধড়ক মার অর্ধনগ্ন সিভিক ভলেন্টিয়ারকে

রফিকুল ইসলাম, মুর্শিদাবাদ: গৃহবধূর সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত এক সিভিক ভলেন্টিয়ার৷ রাতে বাড়িতে স্বামী না থাকার সুযোগ নিয়ে প্রেমিক সিভিক ভলেন্টিয়ার বাড়িতে প্রবেশ করান...

যোগীর পর মমতা,বাঙলায় নামলো বুলডোজার

প্রতীতি ঘোষ,ব্যারাকপুর ঃযোগী রাজ্যের বুল ডোজার নীতি এই বার শুরু হোলো বাংলায়।যোগীর মতনই  সোমবার  মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেআইনি নির্মাণ,জমি মাফিয়ারাজ  মুখ্যমন্ত্রী নিয়ে সরব হন। রাজ্যের...

র‍্যাম্পে হেঁটে নজির গড়লেন তৃতীয় লিঙ্গের ফ্যাশন প্রতিযোগীরা

শঙ্কু কর্মকার, বালুরঘাটঃ সামাজিক স্তরে নানান যুদ্ধের মধ্যে দিয়ে নিজেদের স্থান তৈরির লড়াই চালিয়ে যাচ্ছেন তৃতীয় লিঙ্গ(Transgender)। শিক্ষা থেকে সাহিত্য সর্বস্তরেই এখন তৃতীয় লিঙ্গরা...

কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস, হলুদ সতর্কতা উত্তরে

কলকাতা: তীব্র দহল জ্বালা একটু হলেও কমেছে। তবে অস্বস্তিকর আবহাওয়া থেকে রেহাই পায়নি কলকাতাসহ (Kolkata) সমগ্র দক্ষিণবঙ্গবাসী। চাতকের ন্যায় আকাশপাণে তাকিয়ে বৃষ্টির অপেক্ষায়। আলিপুর আবহাওয়া...

খবর এই মুহূর্তে

নেশার টাকা না পেয়ে মাকে খুন ছেলের

  সুজিত দুয়ারী,হাবড়া ঃনেশার টাকা না পেয়ে মায়ের গলায় ছুরি চালিয়ে খুন করলো ছেলে। ।মৃত বছর পঁয়ষট্টির বৃদ্ধার নাম রুবি বিশ্বাস।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাবড়ার...

মৃত্যুর পর কোথায় যায় মানুষ, চমকে দেবে হিন্দু পুরাণের ব্যখ্যা

বিশ্বদীপ ব্যানার্জি: কবি বলেছেন, 'জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে...।' হ্যাঁ, এটাই জীবনের একমাত্র সারসত্য। মৃত্যু (Death)। জন্ম হলে মরতে হবেই। চিকিৎসা শাস্ত্রে একটা...

সরকারি জমি প্রোমোটারকে বিক্রি করার অভিযোগে গ্রেফতার

পলাশ নস্কর, কলকাতা: সরকারি জমির উপর থাকা গাছ কাটার অভিযোগ৷ শুধু তাই সেই জমি প্রোমোটারকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে৷ ঘটনায়...

২৩ বছরের পুরনো মামলায় সমাজকর্মী মেধা পাটকরের ৫ মাসের জেল, দিতে হবে ১০ লক্ষ জরিমানা

নয়াদিল্লি: ২৩ বছরের পুরানো মানহানির মামলায় ৫ মাসের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল সমাজকর্মী মেধা পাটকরকে। সেই সঙ্গে তাঁকে দিতে হবে ১০ লক্ষ টাকা...