26 C
Kolkata
Wednesday, July 3, 2024
Home এক্সক্লুসিভ অথঃ কবচ উবাচ: খায় না মাথায় দেয়

অথঃ কবচ উবাচ: খায় না মাথায় দেয়

ভারতীয় জনজীবনের অঙ্গ ভারতীয় রেল। বলা যেতে পারে ভারতের লাইফ লাইন ভারতীয় রেল। আর লাইফ লাইন যদি থমকে যায় তাহলে জনজীবনও স্তব্ধ হয়ে যায়। ৭০ বছরের ভারতীয় রেলের ইতিহাসে চাঁদের কলঙ্কের মত তাড়া করে বেড়াচ্ছে একের পর এক বড় দুর্ঘটনা। দিন যায় বছর যায় সরকারের বদল হয়। শুধু বদল হয় না দুর্ঘটনার ছবিটার। কিন্তু নেপথ্যের নায়ক কে? কে বা কারা দায়ী এই রেল দুর্ঘটনার পিছনে ? খাসখবরের অন্তত্য তদন্তে আজ প্রথম কিস্তি লিখলেন

বিশ্বদীপ ব্যানার্জি।

ভারতীয় রেল (Indian Railway) শুধু বিশ্বের তৃতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক-ই নয়, দেশের অন্যতম সর্ববৃহৎ কর্মসংস্থানের ক্ষেত্র। যেখানে যুক্ত রয়েছেন লক্ষাধিক কর্মী। অন্যদিকে, আরও কয়েক লক্ষ মানুষ রেলে নিত্য যাতায়াত করেন জীবিকা নির্বাহের জন্য। এক কথায়, ভারতীয় রেল-ই দেশের লাইফ লাইন। রেলকে ঘিরেই কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন দেখা শুরু হয় প্রতিদিন। কিন্তু সম্প্রতি সেই রেল-ই হয়ে উঠেছে দেশের মানুষের দুঃস্বপ্নের কারণ। একের পর এক রেল দুর্ঘটনা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে যাত্রী সুরক্ষাকে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তাহলে কি মানুষের জীবনের কোনওই মূল্য নেই? প্রশ্ন উঠছে কবচ (Kavach) প্রযুক্তি নিয়ে।

- Advertisement -

আরও পড়ুনঃ কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় আহত ছেলেদের ঘরে ফেরার অপেক্ষায় পরিবার

সবার আগে মাথায় রাখতে হবে আধুনিক ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে একাধিক পরিবর্তন ঘটেছে রেলের পরিকাঠামোয়। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এসেছে নয়া নয়া একাধিক প্রযুক্তি। বিশেষ করে, ২০২২ সালে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরী কবচ (Kavach) সিস্টেম চালু হওয়ার নেপথ্যে রেল দুর্ঘটনার সংখ্যা হ্রাস পাবে, এই দাবিই করা হয়েছিল রেলের তরফে। কিন্তু গত বছর ওড়িশার বালাসোরের কাছে করোমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা এবং সম্প্রতি উত্তরবঙ্গের রাঙ্গাপানিতে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা যেন চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিচ্ছে ভারতীয় রেল যতই কবচ (Kavach) সিস্টেম চালু করুক না কেন, যাত্রীদের জন্য কোনও সুরক্ষাকবচ যে আসলে এখনও নেই সেটা দিনের আলোর মত পরিষ্কার। আর এখান থেকেই নানা মহলের প্রশ্ন, ভারতীয় রেলের ‘যাত্রী সুরক্ষা’ ঠিক কোন পর্যায় রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক দুর্ঘটনায় সার্চ ইঞ্জিনের টপে যে ‘কবচ সিস্টেম’ (Kavach), আসুন, দেখে নিই সেই কবচ সিস্টেম আসলে কী।

- Advertisement -

কবচ সিস্টেম আসলে কী?

কবচ সিস্টেম একটি সেন্সর ভিত্তিক স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা বা ট্রেন কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম। একাধিক সংস্থার সহযোগিতায় যেটি রিসার্চ ডিজাইন এন্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে। কবচ অর্থাৎ যা কিনা যেকোনও বিপদ-আপদ থেকে রক্ষা করে। এই সিস্টেম প্রাথমিকভাবে ২০১২ সালে Train Collision Avoidance System (TCAS) নামে শুরু হয়। কোনও কারণে সিগন্যাল চালকদের চোখ এড়িয়ে গেলে এবং সিগন্যাল পাসড অ্যাট ডেঞ্জার (SPAD) হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব কবচের (Kavach) মাধ্যমে।  এই ব্যবস্থা অনুসারে যদি লোকো পাইলট জরুরি অবস্থায় ট্রেন থামাতে ব্যর্থ হন তাহলে ট্রেন স্বয়ংক্রিয়ভাবেই থেমে যাবে। এছাড়া একই লাইনে খুব কম দূরত্বে দুটি ট্রেন উঠে গেলে কবচ সিস্টেমের মাধ্যমে সেই বার্তাও চলে যাবে চালকদের কাছে। ফলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

কীভাবে কাজ করে কবচ সিস্টেম?

- Advertisement -

এই সিস্টেম (Kavach) পুরোপুরি সেন্সর ভিত্তিক। ‌এর মাধ্যমে বিপদ সংক্রান্ত যে কোনও তথ্য আপডেট মেশিন ইন্টারফেস মাধ্যমে পেয়ে লোকো পাইলট সতর্ক হতে পারবেন। ট্রেন লেভেল ক্রসিং গেটের কাছে যাওয়ার মুহূর্তে স্বয়ংক্রিয়ভাবে হুইসেল বেজে উঠবে। এছাড়া ট্রেনের গতিবিধি-ও এই সিস্টেমের মাধ্যমে সর্বক্ষণ পর্যবেক্ষণ করা যাবে। সেইসঙ্গে কোনও ট্রেন যদি ওভার স্পিডিং হয় তাহলে স্বয়ংক্রিয় ব্রেকের মাধ্যমে সেটিকে নিয়ন্ত্রণ করা যাবে। ফলে দুটি ট্রেনের মধ্যে যদি সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়, তবে সেটি প্রতিরোধ করা যাবে।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় কবচ সিস্টেম কাজ করল না কেন?

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে কবচ (Kavach) ব্যবস্থা নিয়ে। আর তার জেরেই নড়েচড়ে বসেছে রেল। রেলসূত্রে খবর, ১০ হাজার কিলোমিটার লাইনের জন্য কবচ সিস্টেম চালু করার জন্য টেন্ডার ডাকা হয়েছিল কিন্তু এরমধ্যে মাত্র ৬ হাজার কিলোমিটার রেলপথেই টেন্ডার দেওয়া হয়েছে। এবং এখনও পর্যন্ত সবমিলিয়ে দেশের মাত্র ১,৫০০ কিলোমিটার রেলপথেই কবচ প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। রেলওয়ে বোর্ডের চেয়ারপার্সন এবং CEO জয়া ভার্মা জানিয়েছেন, গুয়াহাটি রুটে কবচ সিস্টেম এখনও চালু হয়নি। তবে আগামী বছরের মধ্যে আরও ৬ হাজার কিলোমিটার রেলপথে কবচ ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি দিচ্ছে রেল। এরমধ্যে রয়েছে হাওড়া-দিল্লি রেলপথ।

এদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার নেপথ্যে আসলে ঠিক কী কারণ তা পরিষ্কার করে জানানো হয়নি রেলের তরফে। তদন্তের পরেই কারণ জানা সম্ভব বলে জানাচ্ছে তারা। আসলে ফিবছর রেল দুর্ঘটনা হলেই রেলমন্ত্রকে কর্তা ব্যক্তিরা– মন্ত্রী থেকে আমলা, সবাই যেন নাকে উনিশ পিঁপে নস্যি দিয়ে একের পর এক বৈঠক করেন। তৈরি হয় বিশেষজ্ঞ কমিটি। কমিটি নানান দিক পর্যালোচনা করে কখনো বা আবার পরামর্শ দেয় সরকারকে। কিন্তু সেই পরামর্শ কতটা পালন করা হল আর কতটা অধরা থেকে গেল তা কেউ জানতে পারে না।

কাল দ্বিতীয় কিস্তি। নজর রাখুন।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

গৃহবধূর সঙ্গে সঙ্গম, হাতেনাতে ধরে বেধড়ক মার অর্ধনগ্ন সিভিক ভলেন্টিয়ারকে

রফিকুল ইসলাম, মুর্শিদাবাদ: গৃহবধূর সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত এক সিভিক ভলেন্টিয়ার৷ রাতে বাড়িতে স্বামী না থাকার সুযোগ নিয়ে প্রেমিক সিভিক ভলেন্টিয়ার বাড়িতে প্রবেশ করান...

বৃষ্টিতে অ্যাডভান্টেজ, আবার বৃষ্টিই সেমি থেকে ছিটকে দিতে পারে ভারতকে

বিশ্বদীপ ব্যানার্জি: অপেক্ষার আর কিছুক্ষণ মাত্র। তারপরই ভারতীয় সময় রাত ৮টা থেকে গায়নায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ভারত এবং ইংল্যান্ডের। তবে...

এখন থেকে ৭০ বছরের বেশী বয়সী প্রত্যেক ভারতীয় পাবেন বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা

নয়াদিল্লি: আজ বৃহস্পতিবার সংসদের যৌথ অধিবেশনে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত জুড়ে স্বাস্থ্যসেবা উদ্যোগে বড় অগ্রগতি তুলে ধরেন।   স্বাস্থ্য পরিষেবা নিয়ে বড় ঘোষণা করেছেন  রাষ্ট্রপতি...

হাসপাতাল সংলগ্ন এলাকায় ব্যবসা বন্ধ, হকারদের কড়া বার্তা জলপাইগুড়িতে

ধীমান রায়,জলপাইগুড়িঃ বৃহস্পতিবার নবান্ন সভাগৃহ থেকেই মমতা হকারদের নিয়ে বড় ঘোষণা করেন। এদিন তিনি স্পষ্ট জানিয়েছেন যে, হকারদের এই মূহুর্তেই উচ্ছেদ নয়। আরও একমাস...

খবর এই মুহূর্তে

লাফিয়ে বাড়ছে হাথরসের মৃত্যুর সংখ্যা, ক্ষতিপূরণ ঘোষণা মোদীর, শোকপ্রকাশ মমতার

নয়াদিল্লি: লাফিয়ে বাড়ছে হাথরসের(Hathras)  মৃত্যুর সংখ্যা।  ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট(Stampede At Religious Event) হয়ে মৃত্যু হয়েছে ৬০ জনের বেশী মানুষের। আহত বহু। নিহতদের মধ্যে শিশুও...

মধ্যযুগীয় বর্বরতার শিকার, তৃণমূলের কর্মীকে লাইটপোস্টে বেঁধে মার বিজেপি নেত্রীর

মিলন পণ্ডা, কাঁথি: তৃণমূল করার অপরাধে মধ্যযুগীয় বর্বরতার শিকার দলের কর্মী। লাইটপোস্টে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্য তথা বিজেপি নেএী ও তাঁর...

ছেলেকে বাঁচাতে মার খেলেন মা, অভিযোগ তৃণমূল ঘনিষ্ঠের বিরুদ্ধে

শ্রীজীব গোস্বামী, উত্তর ২৪ পরগণা: বিনা দোষেই মার খেতে হল ২২ বছরের এক যুবককে। দুষ্কৃতিদের হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে মার খেলেন মা-ও। উত্তর...

মিলারের ক্যাচ না নিলেও জিতত ভারত, বলছেন খোদ সূর্যকুমার-ই

বিশ্বদীপ ব্যানার্জি: টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে ডেভিড মিলারের যে ক্যাচ সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নিয়েছেন তা এক কথায় অবিশ্বাস্য। এই ক্যাচই প্রোটিয়াদের কফিনে...