32 C
Kolkata
Sunday, June 30, 2024
Home কলকাতা পুলিশের ভয় দেখিয়ে প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি

পুলিশের ভয় দেখিয়ে প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি

পলাশ নস্কর, কলকাতা: টার্গেট একাধিক রাজ্যের উচ্চবিত্তদের৷ পুলিশের ভয় দেখিয়ে ফোন করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ৷ থানায় অভিযোগ জমা পড়ে৷ তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ৷ গ্রেফতার করে এক ব্যক্তিকে৷ অভিযুক্তের নাম অরিন্দম মণ্ডল৷ নিউটাউনের বাসিন্দা৷

- Advertisement -

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সল্টলেক সিটি সেন্টার এলাকার বাসিন্দা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রাজেন্দ্র কুমার বেয়েতি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন৷ তাঁর অভিযোগ, কিছুদিন আগে তিনি একটি ফোন কল পান৷ ওই ফোনে তাঁকে এক ব্যক্তি মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দেন৷ ফোনের ওপার থেকে ওই ব্যক্তি রাজেন্দ্র বাবুকে জানান, তাঁর একটি কুরিয়ার কোম্পানির পার্সেল মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ আটক করেছে৷ সেই পার্সেলটি নেওয়ার জন্য তাঁকে কিছু ট্রানজেকশন করতে হবে।

তিনি আরও জানান, ফোনের ওপার থেকে ওই ব্যক্তির কথা শুনে রাজেন্দ্র বাবু দু’বারে ১৫ লক্ষ টাকা ট্রানজেকশন করেন। এরপরই তিনি বুঝতে পারেন প্রতারিত হয়েছেন৷ দ্বারস্থ হয় পুলিশের৷ বিধাননগর সাইবার ক্রাইম থানায় তিনি অভিযোগ করেন। ঘটনার তদন্ত শুরু করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

- Advertisement -

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, একটি আন্তঃরাজ্য প্রতারণা চক্র বিভিন্ন রাজ্যের উচ্চবিত্তদের টার্গেট করছে। যে সকল মানুষরা পুলিশে ভীত হন তাঁদের ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার ফাঁদ পেতেছে। এই চক্রর মূল তিন পাণ্ডাকে ইন্দোর পুলিশ গ্রেফতার করেছে। এরপরই অভিযোগকারী ব্যক্তির টাকা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে সেই তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে কলকাতার নিউটাউনের বাসিন্দা এক ব্যক্তির অ্যাকাউন্টে সেই টাকা গিয়েছে৷

এরপরেই তদন্ত শুরু করে নিউটাউন এলাকার বাসিন্দা অরিন্দম মণ্ডলকে আনন্দপল্লী এলাকা থেকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এই প্রতারণা চক্র মহারাষ্ট্র এবং গুজরাট থেকে তাদের কন্ট্রোল করে। এছাড়াও বিভিন্ন রাজ্যে এই প্রতারণা চক্র তাদের আধিপত্য বিস্তার করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷

শনিবার অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের যে মূল অভিযুক্তদের ইন্দোর পুলিশ স্টেশনের তরফ থেকে গ্রেফতার করা হয়েছিল তাদের যত দ্রুত সম্ভব নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছে বিধান নগর সাইবার ক্রাইম সূত্রে খবর। কিভাবে এই প্রতারণা চক্র পরিচালনা করা হত এবং এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত আছে সেই বিষয়ে তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

গৃহবধূর সঙ্গে সঙ্গম, হাতেনাতে ধরে বেধড়ক মার অর্ধনগ্ন সিভিক ভলেন্টিয়ারকে

রফিকুল ইসলাম, মুর্শিদাবাদ: গৃহবধূর সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত এক সিভিক ভলেন্টিয়ার৷ রাতে বাড়িতে স্বামী না থাকার সুযোগ নিয়ে প্রেমিক সিভিক ভলেন্টিয়ার বাড়িতে প্রবেশ করান...

র‍্যাম্পে হেঁটে নজির গড়লেন তৃতীয় লিঙ্গের ফ্যাশন প্রতিযোগীরা

শঙ্কু কর্মকার, বালুরঘাটঃ সামাজিক স্তরে নানান যুদ্ধের মধ্যে দিয়ে নিজেদের স্থান তৈরির লড়াই চালিয়ে যাচ্ছেন তৃতীয় লিঙ্গ(Transgender)। শিক্ষা থেকে সাহিত্য সর্বস্তরেই এখন তৃতীয় লিঙ্গরা...

টানা বৃষ্টির পূর্বাভাস, মিলবে গরম থেকে স্বস্তি

কলকাতাঃ এবার হয়তো দক্ষিণবঙ্গ ( South Bengal) ভিজবে আষাঢ়ে বৃষ্টিতে। দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা ও পরিমাণ বাড়বে মঙ্গলবার থেকে। দার্জিলিং (Derjeeling), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar),...

স্কুলছাত্রীকে ৫ জনকে মিলে গণধর্ষণ, উত্তপ্ত পরিস্থিতি, এলাকায় মোতায়েন আধাসামরিক বাহিনী

গুয়াহাটি: দিনে দিনে বাড়ছে ধর্ষণের মত জঘন্য ঘটনা। প্রতিদিনই দেশের কোনও না কোনও প্রান্ত থেকে এই ঘৃণ্য কাজের খবর সামনে আসছে। শনিবার নবম শ্রেণির...

খবর এই মুহূর্তে

মা’কে স্মরণ, লোকসভার পর প্রথম ‘মন কি বাত’ অনুষ্ঠানে যা বললেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের জন্য বন্ধ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি মাসের শেষের রেডিও অনুষ্ঠান "মন কি বাত"। তিন মাসের বিরতির পর তৃতীয়বার ক্ষতায়...

অবিশ্বাস্য, গ্যারি কার্স্টেন কোচ থাকলেই চ্যাম্পিয়ন হয় ভারত

বিশ্বদীপ ব্যানার্জি: গ্যারি কার্স্টেন দেশের মাঠে ভারতকে ২০১১ বিশ্বকাপ জিতিয়েছিলেন। ১৩ বছর বাদেও কি তাঁর কারণেই বিশ্বকাপ জিতে নিল টিম ইন্ডিয়া? শনিবার বার্বাডোজে রোহিতরা...

যুবরাজের রেকর্ড ছুঁয়ে টি-টোয়েন্টিকে বিদায় বিরাটের, সঙ্গ নিলেন রোহিত

বিশ্বদীপ ব্যানার্জি: অবশেষে স্বপ্নপূরণ। ২০২৩ এর ১৯ নভেম্বর হয়নি। ২০২৪ এর ২৯ জুন কিন্তু হতাশ করলেন না রো-কো জুটি। ২০০৭ এর পর দ্বিতীয়বার টি...

বার্বাডোজে বিশ্ববিজয়ী, রোহিতদের হারানো মুশকিল হি নেহি, না মুমকিন হ্যায়

বিশ্বদীপ ব্যানার্জি: লেগে থাকলে সাফল্য আসবেই। নাকি এই খুশির মুহূর্তে সুর করে গাইতে হবে? "হাল ছেড়ো না, বন্ধু...." আরও পড়ুনঃ T20 World Cup: রুদ্ধশ্বাস জয় ভারতের,...