31 C
Kolkata
Thursday, July 4, 2024
Home Breaking News ২৩ বছরের পুরনো মামলায় সমাজকর্মী মেধা পাটকরের ৫ মাসের জেল, দিতে হবে...

২৩ বছরের পুরনো মামলায় সমাজকর্মী মেধা পাটকরের ৫ মাসের জেল, দিতে হবে ১০ লক্ষ জরিমানা

নয়াদিল্লি: ২৩ বছরের পুরানো মানহানির মামলায় ৫ মাসের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল সমাজকর্মী মেধা পাটকরকে। সেই সঙ্গে তাঁকে দিতে হবে ১০ লক্ষ টাকা জরিমানা । ২৩ বছর আগে ২০০১ সালে  বিনয় কুমার সাক্সেনা যিনি বর্তমানে দিল্লির উপ-রাজ্যপালের পদে আছেন তিনি মামলাটি দায়ের করেন। সেই মামলায় রায় আজ দিয়েছে আদালত।

- Advertisement -

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাঘব শর্ম পাটকরকে মানহানির জন্য দোষী সাব্যস্ত করেছেন এবং বিনয় কুমার সাক্সেনার  খ্যাতির ক্ষতির জন্য ক্ষতিপূরণ হিসাবে ১০ লাখ দিতে নির্দেশ দিয়েছেন। আদালত অবশ্য ফৌজদারি কার্যবিধির 389(3) ধারায় তার সাজা ১ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে যেখানে অভিযুক্তকে  আদেশের বিরুদ্ধে আপিল করার অনুমতি দেওয়া হয়।২০০০ সালে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা গুজরাটে একটি এনজিওর প্রধান ছিলেন। সেই সময়েই মামলাটি দায়ের করা হয়েছিল। আদালত মেধা পাটকরকে সাজা দেয় তার সামনে থাকা সাক্ষ্য-প্রমাণ বিবেচনা করে এবং মামলাটি দুই দশকেরও বেশি সময় ধরে চলে। বিবেচনার শর্তে তাকে মুক্তি দেওয়া হোক সমাজকর্মীর এই প্রার্থনা প্রত্যাখ্যান করে বিচারক বলেছিলেন, “তথ্যগুলি বিবেচনা করে… ক্ষতি, বয়স এবং অসুস্থতা (অভিযুক্তের) দেখে আমি অতিরিক্ত শাস্তি দিতে আগ্রহী নই।” এই অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডের বিধান ছিল।

- Advertisement -

উল্লেখ্য, ২৪ মে, আদালত পর্যবেক্ষণ করেছিল যে মিসেস পাটকরের বক্তব্যগুলি সাক্সেনাকে “কাপুরুষ” বলে অভিহিত করেছে এবং হাওয়ালা লেনদেনে তার জড়িত থাকার অভিযোগ করেছে তা কেবল মানহানিকরই নয় বরং তার সম্পর্কে নেতিবাচক ধারণাগুলিকে উস্কে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল।এছাড়াও, অভিযোগকারী গুজরাটের জনগণ এবং তাদের সম্পদকে বিদেশী স্বার্থের কাছে “বন্ধক” করার অভিযোগটি তার সততা এবং জনসেবার উপর সরাসরি আক্রমণ ছিল।

৩০ মে দণ্ডের বিষয়ে যুক্তিতর্ক শেষ হয়, এরপর ৭ জুন সাজার পরিমাণের ওপর রায় সংরক্ষিত হয়। উল্লেখ্য, দিল্লির বর্তমান উপরাজ্যপাল বিনয় সাক্সেনা ২০০০ সালে, ‘ন্যাশনাল কাউন্সিল অব সিভিল লিবার্টিজ’ নামে এক সংগঠনের সভাপতি পদে ছিলেন । সেই সময়ে তিনি মেধা পাটকরের ‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের বিরুদ্ধে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন । ওই বিজ্ঞতি প্রকাশের পরেই মেধা পাটকর যার নামে প্রেস বিজ্ঞপ্তি জারি করেন। সেই সময়ে মেধা সমাজের জন্য নর্মদা নদীর উপর বাঁধ নির্মাণের বিরোধিতা করে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেছিলেন । ওই প্রেস বিজ্ঞপ্তিতে মানহানি করা হয়েছে বলেই ২০০১ সালে মামলায় দায়ের করেন সক্সেনা । যে মামলা সুপ্রিম কোর্টের নির্দেশে ২০০৩ সালে দিল্লিতে স্থানান্তরিত হয়।

- Advertisement -

 

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

এখন থেকে ৭০ বছরের বেশী বয়সী প্রত্যেক ভারতীয় পাবেন বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা

নয়াদিল্লি: আজ বৃহস্পতিবার সংসদের যৌথ অধিবেশনে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত জুড়ে স্বাস্থ্যসেবা উদ্যোগে বড় অগ্রগতি তুলে ধরেন।   স্বাস্থ্য পরিষেবা নিয়ে বড় ঘোষণা করেছেন  রাষ্ট্রপতি...

কেদারনাথ মন্দিরের পিছন দিক থেকে হঠাৎ নামল ভয়ঙ্কর তুষারঝড়, তারপর যা হল…

সিমলা: হটাৎ করেই কেদারনাথ মন্দিরের পিছনে দেখা গেল পাহাড়ের উপর থেকে দ্রুত গতিতে নামছে সাদা মেঘের মত কিছু জিনিস। কয়েক মুহূর্ত পর বোঝা গেল...

তীর্থযাত্রা থেকে ফেরার পথে মিনি বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ১৩

বেঙ্গালুরু: মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার ভোরে কর্ণাটকের হাভেরি জেলার ব্যাদাগি তালুকে একটি মিনি-বাস দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে...

তল্লাশি চালিয়ে উদ্ধার কয়েকশো লিটার মদ ও তৈরির কাঁচামাল

দিপু মিয়া ও অরিন্দম দে, রামপুরহাট: বর্তমানে বেড়েই চলেছে চোলাই মদ তৈরির ব্যবসা। আবগারি দফতরের (Excise Department) আধিকারিকেরা অভিযান চালায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়।...

খবর এই মুহূর্তে

পেয়েছেন গুরুতর চোট, হাসপাতালে ভর্তি মুকুল রায়, কেমন আছেন তিনি…

কলকাতা:  বেশ কিছু বছর ধরেই ভালো নেই শরীর। একজন রাজনীতিবিদ হিসাবে সেই দাপট আর নেই। একে বারেই ভেঙে গিয়েছে শরীর। কথাও বলেন না তেমন...

T20 World Cup: ভারতে ফিরল বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট টিম, সাক্ষাৎ হবে PM Modi-র সঙ্গে

নয়াদিল্লি: বিশ্বজয়(T20 World Cup) করে ভারতে ফিরেছেন ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার সকালে বার্বাডোস থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ চার্টার্ড বিমানে নয়াদিল্লিতে অবতরণ করে। টি-টোয়েন্টি...

রোহিত-কোহলি অবসরে, তবে সাকিব কেন সিদ্ধান্ত নিতে ৩ মাস নেবেন

বিশ্বদীপ ব্যানার্জি: সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স দেখা গিয়েছে বাংলাদেশের। আর এইজন্য সমালোচকদের বাণে সবথেকে বেশি বিদ্ধ হতে হয়েছে দলের সবথেকে অভিজ্ঞ সদস্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে বিশ্বকাপ বসানো বিশেষ কেক দিয়ে সংবর্ধনা Team India কে

বিশ্বদীপ ব্যানার্জি: বিশ্ব জয় করে ঘরে ফিরে এল ঘরের ছেলেরা। বৃহস্পতিবার ভোর ৬টা ৫ নাগাদ দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান AI24WC।...