দেশের এই শহরে সেঞ্চুরি হাঁকাল প্রিমিয়াম পেট্রলের দাম, ১০১ নট আউট

0
411

জয়পুর: প্রতিদিনই দাম বাড়ছে জ্বালানির৷ অনেক মেট্রো শহরগুলিতে পেট্রল ও ডিজেলের দাম পৌঁছেছে সর্বকালীন উচ্চতায়৷ গাড়িতে তেল ভরাতে গিয়ে কার্যত নাভিশ্বাস উঠেছে মালিকদের৷ তবে রাজস্থানের একটি শহরের জ্বালানির দাম ভেঙে চুরমার করে দিয়েছে সব রেকর্ড৷ সেখানে লিটার পিছু পেট্রলের দাম ১০০ টাকা অতিক্রম করেছে৷

রাজস্থানের শ্রীগঙ্গানগরে ১০১.১৫ টাকায় বিক্রি হচ্ছে এক লিটার পেট্রল৷ তবে এটা প্রিমিয়াম পেট্রলের দাম৷ প্রিমিয়াম পেট্রলে রাসায়নিক উপাদান অক্টেনের মাত্রা বেশি থাকে৷ তাই এই ধরনের পেট্রলের দাম নর্মাল পেট্রলের চেয়ে একটু বেশি হয়৷ তবে শ্রীগঙ্গানগরে নর্মাল পেট্রলের দামও একশো ছুঁই ছুঁই৷ এক লিটার পেট্রলের দাম ৯৮.৪০ টাকা৷ যে হারে জ্বালানির দাম বাড়ছে তাতে খুব তাড়াতাড়ি পেট্রলের দাম সেঞ্চুরি হাকাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

- Advertisement -

প্রায় একমাস অপরিবর্তিত থাকার পর ৬ জানুয়ারি থেকে বাড়তে শুরু করেছে জ্বালানির দাম৷ চলতি মাসে এখনও পর্যন্ত পেট্রল ও ডিজেলে ২ টাকার বেশি দাম বেড়ে গিয়েছে৷ গতকাল নতুন উচ্চতায় পৌঁছেছিল জ্বালানির দাম৷ বৃহস্পতিবার দামে কোনও নড়চড় হয়নি৷

দেখে নেওয়া যাক কলকাতা-সহ দেশের চারটি প্রধান মেট্রো শহরে পেট্রল ও ডিজেলের দাম-

শহর              পেট্রল                      ডিজেল
কলকাতা    ৮৭ টাকা ৬৯ পয়সা     ৮০ টাকা ০৮ পয়সা
দিল্লি         ৮৬ টাকা ৩০ পয়সা     ৭৬ টাকা ৪৮ পয়সা
মুম্বই         ৯২ টাকা ৮৬ পয়সা     ৮৩ টাকা ৩০ পয়সা
চেন্নাই        ৮৮ টাকা ৮২ পয়সা     ৮১ টাকা ৭১ পয়সা