গণধর্ষণ মামলায় পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ, ডিজির বিরুদ্ধে প্রশ্ন তুললেন বিচারপতি

0
49
kolkata high court on CBI investigation

কলকাতা : পুলিশ সুপারের বিরুদ্ধে উঠেছিল অভিযোগ। তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছিল বলে রাজ্য পুলিশের ডিজি-কে তদন্তের নির্দেশ দিয়েছিল। এবার আদালতের দেওয়া হলফনামায় পুলিশ সুপারের পাশেই দাঁড়িয়েছেন ডিজি। তাই মঙ্গলবার মেদিনীপুরের গণধর্ষণ মামলায় আদালতের প্রশ্নের মুখে পড়তে হল ডিজি মনোজ মালব্যকে।

অভিযোগ উঠেছে, পুলিশ সুপারকে বাঁচানোর চেষ্টা করছেন ডিজি। পুলিশের কাছে অভিযোগ নিয়ে গেলেও কোনও সুরাহা মেলেনি। এই মর্মেই মামলা করা হয়। সেই মামলাতেই ডিজি হলফনামায় দাবি করলেন, এসপি এই ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না। এমনকি মামলার সাক্ষীরা কেন সবাই অভিযুক্তের আত্মীয়? এই মামলায় ফের ১৪ নভেম্বর শুনানির দিন ঘোষণা করা হয়েছে।

- Advertisement -

ঘটনাটি ঠিক কি ঘটেছে তা জানতে চেয়ে ডিজিকে হলফনামা পেশ করতে বলে আদালত। সেই মামলার শুনানিতে ডিজির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে না সেই প্রশ্ন তুললেন বিচারপতি রাজশেখর মান্থা। ডিজি হলফনামা পেশ করে যা বলেছেন, তা নিয়ে মামলাকারীর কী বক্তব্য, তা লিখিত আকারে জানানোর নির্দেশ দিয়েছে আদালত। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ডিজি নিজে তদন্ত না করে অতিরিক্ত ডিজি-কে তদন্ত করতে দিয়েছিলেন, তাই আদালত অবমাননার প্রসঙ্গ উঠেছে।