করোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্যে পৌঁছল ১ লক্ষ কোভ্যাকসিন

0
356

কলকাতা:করোনা (corona) প্রকোপ বাড়তেই, বেড়েছে ভ্যাকসিনের চাহিদা৷ভ্যাকসিন না পেয়ে হাসপাতালে হাসপাতালে চলছে বিক্ষোভ।এই পরিস্থিতিতে রাজ্যে পৌঁছল ১ লক্ষ কোভ্যাকসিন(Covaxin) ৷এর আগে ৫ মে এসেছিল ৫ লক্ষ ডোজ।

আজ সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর ওই ভ্যাকসিন নিয়ে যাওয়া হয় বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে।এখান থেকেই বিভিন্ন টিকাকরণ কেন্দ্রে পাঠানো হবে ভ্যাকসিন৷কিন্তু রাজ্যে যে পরিমাণ ভ্যাকসিন প্রয়োজন,সেই তুলনায় এই ১ লক্ষ কোভ্যাকসিন নগন্য৷ ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও ভ্যাকসিন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন৷

- Advertisement -

ভ্যাকসিনের জন্য কলকাতাসহ রাজ্যের হাসপাতালগুলোর সামনে দীর্ঘ লাইন৷ অনেকেই ভ্যাকসিন না পেয়ে ফিরে যাচ্ছেন৷ কোথাও কোথাও চলে বিক্ষোভ৷ কোথাও ভ্যাকসিন নিয়ে গিয়ে দেখেন, ভ্যাকসিন নেই বলে নোটিস ঝুলানো৷ এই চিত্রটা এখন রাজ্যের সর্বত্র৷এই পরিস্থিতিতে কিছুটা হলেও সামাল দেবে এই ১ লক্ষ কোভ্যাকসিন৷

শনিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন (State Health Department) এর বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে বাংলায় আক্রান্ত ১৯ হাজার ৪৩৬ জন৷ এরফলে মোট আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৭৩ হাজার ৭১৮ জন৷পাশাপাশি একদিনে মৃত্যু হয়েছে আরও ১২৭ জনের৷

তবে বাংলায় (West Bengal)গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ২৪৩ জন৷মোট সুস্থ হয়ে উঠেছেন সাড়ে ৮ লক্ষের বেশি রোগী৷তথ্য অনুযায়ী,৮ লক্ষ ৩৬ হাজার ৩৫১ জন৷আর সুস্থতার হার একটু বেড়ে ৮৫.৮৯ শতাংশ৷

বাংলায় একদিনে মৃত্যু হয়েছে ১২৭ জনের৷ এর মধ্যে শুধু কলকাতায় ৩৪ জনের মৃত্যু হয়েছে৷ এছাড়া উত্তর ২৪ পরগনায় ৩৯ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৭ জন,হুগলিতে ৯ জন,হাওড়া ৬ জন ও জলপাইগুড়িতে ৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে৷ আর বাকি যে যে জেলায় মৃত্যু হয়েছে,সেই সংখ্যাটা ৫ এর নিজে৷ সব মিলিয়ে বাংলায় মোট মৃতের সংখ্যাটা ১২ হাজার ২০৩ জন৷

একদিনে টেস্ট হয়েছে ৬৩ হাজার ৩৭৭ টি৷মোট করোনা টেস্ট হয়েছে এক কোটি ৯ লক্ষের বেশি৷ তথ্য অনুযায়ী ১ কোটি ৯ লক্ষ ৫ হাজার ৬৪৬ টি৷