Bankura: ভ্যাকসিন পাননি ৩০ শতাংশ মানুষ, আন্দোলনে বাঁকুড়া জেলা বিজেপি

0
43

বাঁকুড়া: ১০০ কোটি মানুষ ভ্যাকসিন পেলেও প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখন পর্যন্ত ৩০ শতাংশ মানুষ বঞ্চিত ভ্যাকসিন থেকে। পাশাপাশি, মোটা অঙ্কের টাকার বিনিময়ে হাসপাতালে নিযুক্ত হয়েছেন একাধিক কর্মী। অভিযোগ আসছিল অনেক দিন ধরেই। এবার করোনা ভ্যাকসিন ও হাসপাতালে কর্মী নিয়োগের দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে নামলো বাঁকুড়া জেলা বিজেপি।

আরও পড়ুনঃ Fire : চেতলার বস্তিতে ভয়াবহ আগুন, ঝলসে গেল দুই শিশু

- Advertisement -

শুক্রবার স্থানীয় বিধায়ক নীলাদ্রি শেখর দানার নেতৃত্বে প্ল্যাকার্ড-ফেস্টুন সহযোগে মিছিল করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারের কাছে নিজেদের দাবি দাওয়া সম্পর্কিত দাবিপত্র তুলে দেন বিজেপি নেতা কর্মীরা। সম্পতি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিযুক্ত হয়েছেন কয়েকজন। এদের প্রত্যেকেই ‘বহিরাগত’ ও ‘তৃণমূল নেতাদের মোটা অঙ্কের টাকা উৎকোচ দিয়ে’ কাজে যোগ দিয়েছেন বলে বিজেপি সূত্রে দাবি করা হয়েছে।

অবিলম্বে এই নিয়োগ ‘বাতিলে’র দাবিতেও সরব হন বিজেপি নেতৃত্ব। তাঁদের অভিযোগ, কর্মী নিয়োগের ক্ষেত্রে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাদের অঙ্গুলীহেলনে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কোন পূর্ব অভিজ্ঞতা না থাকা, অপ্রশিক্ষিত লোকেদের নিয়োগ করা হচ্ছে। এমনকি করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও রাজনৈতিক রং দেখা হচ্ছে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ Corona: ফের করোনার নতুন ভেরিয়েন্টেরের জল্পনা , স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের

তাঁদের দাবি, সম্পূর্ণ গোপনভাবে তৃণমূলের কাটমানিখোর নেতারা সম্পূর্ণ টাকার বিনিময়ে স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের নিয়োগ করেছেন। আর এই ঘটনায় ওই হাসপাতালের সুপার যুক্ত বলেও তারা অভিযোগ করেন। অবিলম্বে নিয়োগ বাতিল করে স্থানীয়দের সুযোগ না দিলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও তারা দেন।

বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা জানিয়েছেন, ‘কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ইতিমধ্যে দেশের ১০০ কোটি মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। অথচ শুধুমাত্র রাজনৈতিক চক্রান্তের কারণে বাঁকুড়ায় এখনও পর্যন্ত ৩০ শতাংশ মানুষ ওই ভ্যাকসিন থেকে বঞ্চিত হয়েছেন। একই সঙ্গে এই মেডিক্যাল কলেজের লোকপুর চক্ষু বিভাগের পর্যাপ্ত পানীয় জল ও প্রাচীর তৈরীর দাবিও জানান তিনি।’