টেট উত্তীর্ণদের বৈধতা সহ একাধিক বিষয়ে নির্দেশিকা শিক্ষা পর্ষদের

0
64
ssc group d recruitment

কলকাতা: রাজ্যজুড়ে ১১ ডিসেম্বর পরীক্ষা হবে প্রাথমিক টেটের (TET)৷ তার আগে বৃহস্পতিবার বৃহস্পতিবার বিকেলে বিশেষ বৈঠক ডাকা হয়েছে নবান্নে৷ এই বৈঠকের নেতৃত্ব দেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি৷ উপস্থিত ছিলেন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং শিক্ষা দফতরের ভারপ্রাপ্ত আধিকারিকেরা৷

নবান্ন সূত্রে খবর, জেলা ও মহকুমা স্তরে দুটি কমিটি গঠন করা হয়েছে৷ যাতে সুষ্ঠভাবে টেট হয়৷ পরীক্ষা কেন্দ্রে কোনও গ্যাজেট, স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন বা সোনার গহনা পড়ে ঢোকা নিষেধ৷ পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চারপাশে জারি করা হবে ১৪৪ ধারা৷ টেট উত্তীর্ণরা তাঁদের সার্টিফিকেট দিয়ে ৪০ বছর পর্যন্ত যতবার খুশি নিয়োগের জন্য আবেদন করতে পারবেন৷ অর্থাৎ ওই সার্টিফিকেটের বৈধতা থাকবে লাইফ টাইম৷

- Advertisement -

এছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আরও জানান হয়, একজন পরীক্ষার্থী একাধিকবার টেটে বসতে পারবেন৷ ১১ ডিসেম্বর বেলা ১২টা থেকে শুরু হবে পরীক্ষা৷ মোট ১৫০ নম্বরে পরীক্ষা হবে৷ সময় থাকবে আড়াই ঘণ্টা৷ পরীক্ষা শুরুর দুঘণ্টা আগে রিপোর্ট করতে হবে৷ এদিন আসন্ন টেটের সিলেবাস ও নমুনা প্রশ্ন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ৷

ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল পরীক্ষা দেওয়ার পর উত্তরপত্রের কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারবেন চাকরি পরীক্ষার্থীরা৷ যেহেতু টেট পরীক্ষায় নম্বর নিয়ে কারচুপির অভিযোগ উঠেছে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে৷ পরীক্ষার্থীরা যদি উত্তরপত্রের কার্বন কপি সঙ্গে করে নিয়ে যান তাহলে উত্তরের সঙ্গে মিলিয়ে তাঁরা বুঝতে পারবেন কত নম্বর পাবেন৷