প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে বৈশালী, স্থানীয়দের বাধায় এলাকা ছাড়েন বিজেপি প্রার্থী

সোমবার ফের তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বাধ্য হয়ে এলাকা ছাড়তে হয় বিজেপি প্রার্থীকে৷

0
242

নিজস্ব সংবাদাদাতা, হাওড়া: ২০১৬-র বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে বালি কেন্দ্রে জিতে বিধায়ক হন বৈশালী ডালমিয়া (Baishali Dalmia)৷ পাঁচ বছর পর ভোট চাইতে ফের জনতার দরবারে হাজির তিনি৷ ফারাক শুধু একটাই৷ ফেব্রুয়ারি মাসে তৃণমূলের (TMC) জার্সি ছেড়ে গেরুয়া নামাবলী গায়ে চড়িয়েছেন৷ তারপর থেকেই প্রচারে বেরিয়ে মাঝেমধ্যে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বৈশালীকে৷ সোমবার ফের তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বাধ্য হয়ে এলাকা ছাড়তে হয় বিজেপি প্রার্থীকে৷

সোমবার সকালে বালি বিধানসভা এলাকার ভোটবাগানে প্রচার করতে গিয়েছিলেন বৈশালী ডালমিয়া৷ তাঁকে দেখেই উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় কয়েকজন যুবক৷ দিতে থাকেন ‘গো ব্যাক’ স্লোগান৷ কিন্তু ওই পরিস্থিতিতেও প্রচার থামাননি বৈশালী৷ পুলিশ ও নিরাপত্তারক্ষীদের উপস্থিতিতে স্থানীয়দের সঙ্গে জনসংযোগ বাড়ানোর কাজ করতে থাকেন৷ বিক্ষোভরত স্থানীয়দের সঙ্গেও কথা বলতে এগিয়ে যান৷ কিন্তু এলাকাবাসী তাঁর কোনও কথা শুনতে নারাজ৷ এর কিছুক্ষণ পরই এলাকা ছাড়েন বৈশালী৷

- Advertisement -

বিক্ষোভরত স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিধায়ক থাকাকালীন পাঁচ বছরে এলাকার উন্নয়নে একটাও কাজ করেননি বৈশালী৷ এলাকাতেও আসতেন না৷ এখানকার মানুষের খোঁজ পর্যন্ত নেননি৷ আর এখন এসেছেন ভোট চাইতে৷ এমন প্রার্থী তাঁরা চান না বলেও ক্ষোভ উগড়ে দেন৷ বৈশালী অবশ্য এনিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি৷ তিনি অন্য জায়গায় প্রচারে চলে যান৷