রঙে রাঙিয়ে ভোটের প্রচারে প্রার্থীরা

0
142

খাস খবর ডেস্ক: ভোট বড় বালাই৷ তাই ছুটি নেই দোলের উৎসবেও৷ অগত্যা, রথ দেখা আর কলা বেচা দুই-ই সারতে রবিবাসরীয় সকালে রঙ মেখে এবং ভোটারদের রঙ মাখিয়ে প্রচারে মেতে উঠলেন প্রার্থীরা৷ বলা ভাল, প্রচারে বেরিয়ে রাঙিয়ে উঠলেন বাম, ডান, গেরুয়া সকল প্রার্থীরা৷

আরও  পড়ুন: West Bengal Assembly Election2021: জঙ্গলমহলে মুছে যাবে ঘাসফুল, বিস্ফোরক দাবি গেরুয়া শিবিরের

- Advertisement -

রবিবাসরীয় সকালে এমনই খণ্ড খণ্ড চিত্র উঠে এল হাওড়া জেলার বিভিন্ন বিধানসভা এলাকায়৷ তবে রঙের খেলায় মাতলেও দায়িত্বের বিষয়ে সচেতন রইলেন প্রতিটি দলের প্রার্থীরাই৷ জনসংযোগের মাঝেই ভোট ব্যাংকের বৃদ্ধি ঘটাতে কারও হাতিয়ার চোখের চাউনি, তো কারও হাতিয়ার স্মাইলি সহযোগে অকপট মুখামৃত!

এদিন সকালে এলাকায় প্রচারে বেরিয়েছিলেন মধ্য হাওড়ার বিজেপি প্রার্থী সঞ্জয় সিং৷ বাড়ি বাড়ি প্রচার করেন তিনি। মন্দিরে পুজো দেন। বনবিহারী বসু রোড সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করেন তিনি। জনসংযোগের পাশাপাশি সকলকে দোল ও হোলির শুভেচ্ছা জানান। এদিন দোলের সকালে পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছিলেন বালির সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরও৷ দোল উৎসবে মেতে ওঠার পাশাপাশি মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। পিছিয়ে ছিলেন না বালির বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়াও৷ হুডখোলা জিপে করে এলাকার ভোটের প্রচার সারতে দেখা গেল তাঁকে৷

তবে উৎসব বলে প্রচারে বিপক্ষকে আক্রমণের পথ থেকে সরলেন না কেউই৷ মধ্য হাওড়ার বিজেপি প্রার্থী সঞ্জয় সিং যেমন প্রচারে বেরিয়ে বললেন, আগামী ২মে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে। মুখ্যমন্ত্রীর উপর কেউ বিশ্বাস রাখতে পারছেন না। উনিও ভাইপো ছাড়া কাউকে বিশ্বাস করতে পারছেন না। তাই আজকে ওনার পার্টি ছেড়ে মন্ত্রী, নেতা, কর্মীরা ভাজপাতে যোগ দিচ্ছেন। এবার বাংলায় পরিবর্তন হবে। ভাজপার সরকার প্রতিষ্ঠিত হবে। অন্যদিকে বাম প্রার্থী দীপ্সিতার প্রত্যয়ী কন্ঠ, ১০ বছরে মানুষ অনেক দেখলেন৷ দেখলেন, বদলা না বদল কিসের কাজ হল৷ তাই মানুষ এবার আমাদের পাশেই থাকবেন৷ বৈশালীর আবার দাবি, একুশের বঙ্গ স্রেফ গেরুয়া৷ মানুষ আগে থেকেই সেটা ঠিক করে রেখেছেন৷