আলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে গুরুতর জখম যুবক

0
285

কলকাতা: বছর কু়ড়ি আগে বাঘের গলায় মালা পরাতে গিয়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির৷ সেই আতঙ্কই যেন ফিরে এল আলিপুর চিড়িয়াখানায়৷ এবার সিংহের খাঁচার ভেতর ঢুকে পড়েন এক যুবক৷ তারপর যা হওয়ার তাই হল৷ সিংহের কামড়ে গুরুতর আহত হন ওই যুবক৷ কোনওমতে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে৷ শুরু হয়েছে চিকিৎসা৷

এখনও অবধি যা জানা গিয়েছে, আহত যুবক পূর্ব মেদিনীপুরের বাসিন্দা৷ শুক্রবার সকালে চিড়িয়াখানায় সে বেড়াতে এসেছিল৷ সেই সময় এনক্লোজারের ভিতরে ঘোরাঘুরি করছিল একটি সিংহ৷ তাকে দেখেই এনক্লোজার টপকে খাঁচায় ঢুকে পড়ে ওই ব্যক্তি৷ এদিকে চোখের সামনে খাঁচার ভেতর জলজ্যান্ত মানুষ দেখে ঝাপিয়ে পড়ে সিংহ৷ ওই যুবকের পা ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে৷ ততক্ষণে চিৎকার জুড়ে দেন চিড়িয়াখানায় বেড়াতে আসা অন্যান্য দর্শকরা৷ তাদের চিৎকার শুনেই ছুটে আসেন কর্মীরা৷ কোনও মতে সিংহের থাবা থেকে ওই যুবককে উদ্ধার করেন তাঁরা৷ এরপরই নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷

- Advertisement -

এদিকে এই ঘটনায় আলিপুর চিড়িয়াখানা জুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ সিংহের এনক্লোজার টপকে কী করে ওই ব্যক্তি খাঁচায় ঢুকে পড়লেন তা বুঝতে পারছেন না কেউ-ই৷ সুস্থ, স্বাভাবিক ব্যক্তির পক্ষে এমন কাজ করা সম্ভব নয়৷ তাই ওই যুবকের মানসিক ভারসাম্যের অভাব রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷

তবে এই ঘটনা আরও একবার চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল৷ সিসিটিভি থাকা সত্ত্বেও কেন ঘটনাটি নিরাপত্তা কর্মীদের নজর এড়িয়ে গেল সে প্রশ্নের জবাব মিলছে না৷ ঘটনার সময় আশেপাশে কোনও কর্মীও ছিলেন না৷ নইলে এনক্লোজার টপকে যাওয়ার ঘটনা অন্তত কারও চোখে পড়ত৷ শহরবাসীর একাংশের মতে, এই ঘটনা আলিপুর চিড়িয়াখানার নিরাপত্তায় গাফিলতির ঘটনাকেই সামনে এনে দিল৷