তৃণমূলের বহিরাগত নেতাকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর

0
121

নিজস্ব সংবাদদাতা, মালদহ: বহিরাগত তৃণমূল নেতাকে নয় স্থানীয় অঞ্চল নেতৃত্বকে পর্যবেক্ষকের দায়িত্ব দিতে হবে৷ এই দাবি তুলে বিক্ষোভ দেখাল চাঁচোল ১ নং ব্লকের মহানন্দপুর এলাকার তৃণমূল নেতৃত্ব। সোমবার তৃণমূলের দলীয় কার্যালয় এই বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভের জেরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে। যদিও তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যে রাজ্যের শাসকদল তৃণমূল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। মালদহ জেলা চাঁচল বিধানসভার প্রার্থী নিহার রঞ্জন ঘোষ। নির্বাচনকে সামনে রেখে চাঁচোল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আটটি অঞ্চলে চারজন করে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

- Advertisement -

অভিযোগ, সেই পর্যবেক্ষকের তালিকায় অঞ্চল নেতৃত্বে নামের বদলে নাম রয়েছে বহিরাগত তৃণমূল নেতার। আর যাকে ঘিরে মহানন্দ পুর অঞ্চল তৃণমূল নেতৃত্বের মধ্যে দেখা গিয়েছে ক্ষোভ বিক্ষোভ। মহানন্দ পুর অঞ্চল তৃণমূল নেতৃত্বের দাবি, স্থানীয় কাউকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হোক। তারাই ভালো বুঝবে। বহিরাগতরা যদি পর্যবেক্ষকের দায়িত্ব নেই তাহলে দলের ক্ষতি হতে পারে। তারা পুরো বিষয়টি অঞ্চল সভাপতির মাধ্যমে ব্লক সভাপতিকে জানিয়েছেন। বিষয়টি দেখা হোক।

যদিও চাঁচোল ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সচিদানন্দ চক্রবর্তী জানান, আলোচনা করেই ব্লক নেতৃত্বদের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। আর যাদেরকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে তারা প্রত্যেকে চাঁচোল ১ নং ব্লকের এতে বহিরাগত নেতৃত্বে কোন ব্যাপার নেই।

পর্যবেক্ষকের দায়িত্ব নিয়ে প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। যাকে ঘিরে কটাক্ষ করেছে বিজেপি। মালদহ জেলার বিজেপির সম্পাদক দীপঙ্কর দাম জানিয়েছেন, তৃণমূলের গোষ্ঠী কোন্দল সমার্থক শব্দ। ভোটের কদিন আগেও গোষ্ঠী কোন্দল জেরবার হয়ে রয়েছে দল। ভোটের পরেই তৃণমূল৷ কোনো অস্বিত্ব থাকবে না৷