বাংলায় প্রার্থী দিচ্ছে না শিবসেনা, মমতাকে সমর্থনের ইঙ্গিত

0
403

কলকাতা: বিধানসভা ভোটে (Election)বাংলায় প্রার্থী দিচ্ছে না শিবসেনা৷ জানিয়ে দিয়েছেন শিবসেনা প্রধান সঞ্জয় রাউত৷ ফলে সুবিধা হল শাসক দলের৷ এমনটাই রাজনৈতিক মহলের মত৷

শিবসেনা বাংলায় প্রার্থী না দিয়ে কার্যত তৃণমূল কংগ্রেসকেই (Trinamool Congress) সমর্থন করল৷ এর আগে সমাজবাদী পার্টি (Samajbadi Party), এনসিপি (NCP)-ও সমর্থন করেছে শাসক দলকে (TMC)।

- Advertisement -

এদিন শিবসেনা প্রধান সঞ্জয় রাউত ট্যুইটারে তার লিখেছেন, ‘বাংলার নির্বাচন নিয়ে বহু মানুষই কৌতূহলী। তাঁরা জানতে চাইছেন বাংলার ভোটের লড়াইয়ে শিবসেনা প্রার্থী দিচ্ছে কিনা। উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলার পর আমরা যে সিদ্ধান্ত উপনীত হয়েছি তা জানাচ্ছি। এবার ভোটে গোটা লড়াইটাই দিদির সঙ্গে অন্য সবার। এই পরিস্থিতিতে শিবসেনার সিদ্ধান্ত বাংলায় নির্বাচনের না লড়াই করার। বরং সর্বশক্তি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আমরা তার সাফল্য কামনা করি এবং আমরা বিশ্বাস করি মমতাই আসল বাংলার বাঘিনী।’

অন্যদিকে একুশের ভোটে বাংলা দখল করতে মরিয়া বিজেপি। ২০০ আসন নিয়ে গেরুয়া শিবির ক্ষমতায় আসছে, বিজেপির একাধিক নেতা দাবি করছেন। যদিও মমতার দাবি, বাংলার মানুষ ফের তৃণমূলকেই ক্ষমতায় আনবেন।

তাছাড়া রাজনৈতিক মহলের মতে,মমতাকে সামনে রেখেই জোট বাঁধছে বিরোধীরা। ইতিমধ্যেই পাশে থাকার বার্তা দিয়েছেন অখিলেশ যাদব, লালুপুত্র তেজস্বী যাদবরা। এবার একই বার্তা দিল শিবসেনা। শিবসেনা হল মহারাষ্ট্র কেন্দ্রিক হিন্দু জাতীয়তাবাদী রাজনীতিক দল।

এদিকে সব কিছু ঠিক থাকলে আগামীকাল শুক্রবারই প্রকাশিত হতে চলেছে একুশের বিধানসভা নির্বাচনে শাসকদল তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা৷ প্রতিবারের মতো এবারেও প্রার্থী তালিকা প্রকাশ করবেন স্বয়ং দলনেত্রী৷ দলীয় সূত্রের খবর, ২৯৪টি আসনের মধ্যে অন্তত ৬৫টি আসনে থাকছে চমক৷ ওই তালিকায় একদিকে যেমন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী থেকে প্রাক্তন খেলোয়াড়রা থাকবেন তেমনই এবারের প্রার্থী তালিকায় দেখা যেতে পারে একাধিক তরুণ মুখ৷

দলীয় সূত্রের খবর, এবারের ভোটে আর দাঁড়াবেন না রবিরঞ্জন ভট্টাচার্য৷ একইভাবে অসুস্থতা বা বয়সের কারণে বাদ পড়তে পারেন আরও কয়েকজন৷ অন্যদিকে ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্য, জয়া ভদ্রের মতো ছাত্র নেতৃত্বকে এবারের নির্বাচনে প্রার্থী তালিকায় ঠাঁই দিতে চলেছে শাসকদল৷ সূত্রের খবর: এরকম একাধিক নতুন মুখ উঠে আসছে তালিকায়৷