‘দল প্রার্থী না করলেও নন্দীগ্রামে মমতাকে হারাব’, চ্যালেঞ্জ শুভেন্দুর

0
762
state assembly suvendu adhikari mamata

কলকাতা: “দল আমাকে প্রার্থী করুক বা না করুক আমি নন্দীগ্রামে মমতা বন্দোপাধ্যায়কে হারাবো, এই দায়িত্ব আমার।” কড়াভাষাতে ফের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷

নিবার্চনের দিন ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে৷ কিন্তু এখনও পর্যন্ত শাকদল তৃণমূল বা বিরোধী দল বিজেপি কেউ প্রার্থী ঘোষণা করেননি৷ আগামীকাল অর্থাৎ ৫ মার্চ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার কথা৷ কিন্তু ইতিমধ্যে তৃণমূল সুপ্রিমো নন্দীগ্রামে গিয়ে আস্বস্ত করে এসেছেন তিনি সেখানে প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াবেন৷

- Advertisement -

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর বিজেপি সবথেকে হাইপ্রোফাইল সিট এখন পূর্ব মেদিনীপুরকে ভাবছে৷ তাই কড়া নজর রেখেছে গেরুয়া শিবির৷ বৃহস্পতিবার রয়েছে বিজেপির সংসদীয় কমিটি বৈঠক। সেখানেই রাজ্যের প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা চূড়ান্ত হতে পারে।

সেই বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন শুভেন্দু। তার আগে খড়গপুরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তৃণমূল নেত্রীর উদ্দেশ্যে বলেন, “দল আমাকে প্রার্থী করুক বা না করুক আমি নন্দীগ্রামে মমতা বন্দোপাধ্যায়কে হারাবো, এই দায়িত্ব আমার।” তিনি আরও বলেন, “আমরাই বলেছিলাম পশ্চিমবঙ্গকে ঋণের বোঝা দিয়েছে বামফ্রন্ট। দু’লক্ষ তিন হাজার কোটি টাকার ঋণ করে গিয়েছিল বাম সরকার। বর্তমানে দিদিমণি চার লক্ষ ষাট হাজার কোটি টাকা ঋণ করে দিয়েছেন রাজ্যের। গোটা বাংলাকে দেউলিয়া করে দিয়েছেন।’’

তাঁর কথায়, ‘‘আপনারা নিশ্চিন্তে থাকুন আমি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় কে হারাবো। দল আমাক প্রার্থী করলে সরাসরি হারাবো, অন্য কাউকে প্রার্থী করলেও আমি পদ্ম ফুল ফোটাবো। এই দায়িত্ব আমার।” যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সেদিনও শুভেন্দু প্রাক্তন নেত্রীকে চ্যালেঞ্জ করেছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় ৫০ হাজার ভোটে হারাবেন এমন কথাও শোনা গিয়েছে শুভেন্দুর গলায়। এদিকে বৃহস্পতিবারই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। তাতে নন্দীগ্রাম থেকে শুভেন্দুর নাম থাকে কিনা সেটাই এখন সবচেয়ে বেশি আগ্রহের বিষয় রাজ্য রাজনীতিতে। তবে শুভেন্দুর এই চ্যালেঞ্জে দিদিমণির জবাব শুনতেও আগ্রহী সাধারণ মানুষ৷