বিশ্বের সেরা দশ ধনকুবেরের তালিকায় ফের মুকেশ আম্বানি, শীর্ষে এলন মাস্ক

0
675

খাস খবর ডেস্ক: এশিয়ার প্রথম ধনী ব্যক্তির শিরোপা ফিরে পেয়েছিলেন আগেই৷ এবার বিশ্বের সেরা দশ ধনকুবেরের তালিকায় নাম উঠে এল মুকেশ আম্বানির৷ নতুন তথ্য বলছে, বিশ্বের অষ্টম ধনী ব্যক্তি হলেন রিলায়েন্স কর্তা৷

মঙ্গলবার বিশ্বের ধনকুবেরদের সম্পদের তালিকা বের করে হুরুন গ্লোবাল৷ তাতে বলা হয়েছে, মুকেশ আম্বানির সম্পত্তি গত এক বছরে ৮৩ বিলিয়ন ডলার বেড়েছে৷ এর ফলে তাঁর নাম তালিকার অষ্টমে উঠে আসে৷ মুকেশ আম্বানি ছাড়াও অনেক ভারতীয়র নাম রয়েছে ওই তালিকায়৷ রয়েছে গৌতম আদানি, শিব নাদর, লক্ষ্মী মিত্তল, সেরাম ইনস্টিটিউটের সাইরাস পুনাওয়ালার নাম৷

- Advertisement -

হুরুন গ্লোবালের তালিকা অনুযায়ী, গৌতম আদানির নাম রয়েছে ৪৮ নম্বরে৷ তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২.৩৪ লক্ষ কোটি টাকা৷ ৫৮ নম্বর স্থানে রয়েছে শিব নাদার৷ তাঁর সম্পদের পরিমাণ ১.৯৪ লক্ষ কোটি টাকা৷ ১০৪ নম্বরে নাম রয়েছে লক্ষ্মী মিত্তলের৷ তাঁর সম্পদের পরিমাণ ১.৪০ লক্ষ কোটি টাকা৷ সেরাম ইনস্টিটিউটের সাইরাস পুনাওয়ালার নাম রয়েছে ১১৩ নম্বরে৷ তাঁর সম্পদের পরিমাণ ১.৩৫ লক্ষ কোটি টাকা৷

বিশ্বের ৬৮টি দেশের ৩২২৮ জন ধনকুবেরের সম্পদের তালিকা তৈরি করেছে হুরুন গ্লোবাল৷ তাতে দেখা গিয়েছে, সবচেয়ে বেশি বিত্তবান মানুষ ভারতেই থাকেন৷ ভারতে ১৭৭ জন বিলিয়নিয়ার থাকেন৷ অন্যান্য দেশ মিলিয়ে ভারতীয় বিলিয়নিয়ারের সংখ্যা ২০৯ জন৷ ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের এখন এক নম্বর ধনী ব্যক্তি এলন মাস্ক৷ হুরুন গ্লোবালও তাই জানিয়েছে৷ টেসলা কর্তার সম্পত্তি এবছর ১৫১ বিলিয়ন ডলার বেড়ে ১৯৭ বিলিয়ন ডলার হয়ে গিয়েছে৷ ছাপিয়ে গিয়েছেন আমাজন কর্তা জেফ বেজোসকেও৷ জেফ বেজোস রয়েছেন দ্বিতীয় স্থানে৷ তাঁর সম্পত্তির পরিমাণ ১৮৯ বিলিয়ন ডলার৷