সারদা মামলায় ইডির জেরার মুখে কুণাল ঘোষ

0
690

কলকাতা: সকাল সকাল ইডি অফিসে পৌঁছে গেল সারদা মামলার অন্যতম পাণ্ডা কুণাল ঘোষ৷ মঙ্গলবার সকালে ইডির অফিসে ঢোকার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কেন তাঁকে ইডি ডেকেছেন সেই বিষয়ে তিনি পরিষ্কারভাবে কিছু জানেন না৷ 

তিনি বলেন, ‘‘আমাকে কেন্দ্রের বা রাজ্যের যখন যে এজেন্সি ডেকেছে আমি প্রতিবার সময় মতো হাজিরা দিয়েছি৷ আর তাছাড়া আমি তাঁদের কাছে সমস্ত নথিপত্র তুলেও দিয়েছি৷ ২০১৩ সালে আমায় প্রথম ইডি ডেকে পাঠিয়েছিল৷ এরপর ২০১৫ সালে ইডি একটি চার্জশিট তৈরি করেছিল৷ সেখানে আমার ছিল না৷’’

- Advertisement -

ইডির পক্ষ থেকে কুণাল ঘোষকে কেন ডেকে পাঠিয়েছেন সেই বিষয়টি তাঁর কাছে এখনও স্পষ্ট নয়৷ তবে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, তদন্তের স্বার্থে তাঁকে যতবার ডাকা হয়েছেন তিনি প্রতিবারই নিজে উপস্থিত হয়েছেন৷ কখনও তাঁর প্রতিনিধি বা গাফিলতি করনেনি৷

প্রসঙ্গত, সারদা কাণ্ডে তৃণমূল নেতা কুণাল ঘোষের নাম জড়িয়ে যাওয়ায় তিনি দীর্ঘদিন জেলে ছিলেন৷ এরপর তিনি জামিন পাওয়ার পর ফের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন৷ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হওয়ার পর প্রতিদিন বিজেপির বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় সুর চড়াতে দেখা যায় কুণাল ঘোষ৷

সোমাবার ইডি-র নোটিস পেয়ে কুণাল ঘোষ বলেন, ‘‘ভয় দেখাতেই তাঁকে তলব করা হয়েছে৷’’ তবে তাঁর সংযোজন, ইডির অফিসে তিনি যাবেন৷ ঘরে বসে থাকবেন না৷ তদন্তে সবরকমের সহযোগিতা করবেন৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উচিত সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠি নিয়েও তদন্তে নামা৷

তিনি আরও জানান, জেলে বসে সুদীপ্ত সেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন৷ সেই চিঠিতে একাধিক নেতার নাম উল্লেখ ছিল৷ সারদা কর্তার দাবি, ওই নেতারা তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন৷ চিঠিতে তার উল্লেখ ছিল৷ এমনকী কোন নেতাকে কত টাকা দিয়েছিলেন সেটাও পরিষ্কার জানিয়েছিলেন৷

সেই কথা মনে করিয়ে কুণাল ঘোষ বলেন, ‘‘আমার বেলায় ইডি তলব করবে আর সুদীপ্ত সেনের চিঠির বিষয়ে চোখে ঠুলি পড়ে বসে থাকবে এটা আমি আর হতে দেব না৷ আমি জ্ঞানত কোনও অন্যায় করিনি৷ এবারেও সবরকমের সহযোগিতা করব৷’’