কয়েক সপ্তাহের মধ্যে ৩-৪টি ভ্যাকসিন চলে আসবে, দাবি এইমস প্রধানের

0
136

নয়াদিল্লি: দেশে ফের দৈনিক সংক্রমণ আরও বাড়ল৷ গতকাল আক্রান্তের সংখ্যা সংখ্যা ছিল সাড়ে ১৬ হাজার৷ এদিন তা আরও বেড়েছে৷ অনেকেই ভারতে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন৷ তাই কোভিড টিকাকরণ কর্মসূচিতে আরও বেশি জোর দেওয়ার কথা বলছে চিকিৎসকমহল৷

ভারতে এই মুহূর্তে সেরামের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা দেওয়া হচ্ছে৷ এই দুটোর মধ্যে কোনও একটি বেছে নেওয়ার সুযোগ নেই টিকা প্রাপকদের৷ তবে আগামিদিনে সেই সুযোগ দেওয়া হবে আম জনতাকে৷ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের প্রধান ডাঃ রণদীপ গুলেরিয়া জানান, কয়েক সপ্তাহের মধ্যে ৩-৪টি ভ্যাকসিন চলে আসবে৷ মানুষ নিজের পছন্দ অনুযায়ী ভ্যাকসিন নেবে৷

- Advertisement -

সর্বভারতীয় সংবাদসংস্থা এনডিটিভি-কে ডাঃ রণদীপ গুলেরিয়া বলেন, ‘‘আর কয়েক সপ্তাহের মধ্যে তিন-চারটে ভ্যাকসিন চলে আসবে৷ তবে একই কেন্দ্রে সবগুলি পাওয়া যাবে না৷ একটি কেন্দ্রে কেবলমাত্র একটি ভ্যাকসিনই পাওয়া যাবে৷ কিন্তু আপনার এলাকায় একাধিক কেন্দ্র থাকলে সেখান থেকে একাধিক ভ্যাকসিন পাওয়া যাবে৷’’ এর মানে, ভ্যাকসিন প্রাপকই বেছে নেবেন তিনি কোন সংস্থার ভ্যাকসিন নেবেন৷ কিন্তু একটি কেন্দ্রে গিয়ে তিনি অন্য সংস্থার ভ্যাকসিন চাইতে পারবেন না৷ অর্থাৎ কোনও একটি কেন্দ্র থেকে কোভ্যাক্সিন দেওয়া হলে সেখানে গিয়ে আপনি কোভিশিল্ড ভ্যাকসিন চাইতে পারবেন না৷

ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে৷ সেই কথা মনে করিয়ে এইমস প্রধান বলেন, ‘‘সংখ্যার বিচারে দেখলে অনেক মানুষকেই ভ্যাকসিন দেওয়া হয়েছে৷ কিন্তু শতাংশের নিরিখে বিচার করলে দেখা যাবে তা দেশের জনসংখ্যার তুলনায় খুবই নগণ্য৷ তাই কীভাবে টিকাকরণ আরও বাড়ানো হয় সেনিয়ে ভাবতে হবে আমাদের৷ বেসরকারি মাধ্যমকে টিকাকরণের অনুমতি দিলেই একমাত্র সেটা সম্ভব৷’’

দেশের কয়েকটি রাজ্যে হঠাৎ করে সংক্রমণ বেড়ে যাওয়ায় এখন আরও বেশি করে টিকাকরণ কর্মসূচিতে জোর দেওয়া উচিত বলে মনে করেন এইমস প্রধান৷ তিনি বলেন, ‘‘বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়া হলে কেসের সংখ্যা অনেক কমে যাবে৷ শুধু তাই নয়, হাসপাতালে ভরতি হওয়া মানুষের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যাও কমাতে সক্ষম হব৷’’মনে করা হচ্ছে, আগামিদিনে স্পুটনিক-ভি, কাডিলা হেলথকেয়ারস জাইকোভ-ডি কে জরুরি ভিত্তিতে প্রয়োগে ছাড়পত্র দিতে পারে সরকার৷