পদ্মবনে চলে গেলেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার

0
3053

কলকাতা: হুগলির সাহাগঞ্জের জনসভায় টলিউডের একঝাঁক তারকাকে দলে যোগ করিয়ে বিজেপিকে যেন এক গোল দিয়েছিল তৃণমূল৷ ২৪ ঘণ্টা কাটার আগেই খেলায় সমতা ফেরাল পদ্মশিবির৷ বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার৷ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন তিনি৷

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের হুগলির জনসভায় তৃণমূলে যোগ দেন পরিচালক রাজ চক্রবর্তী৷ যার সঙ্গে একসময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পায়েলের৷ রাজ বরাবর মমতা ঘনিষ্ঠ থাকলেও তৃণমূলে যোগ দেননি৷ কিন্তু বুধবার তিনি ঘাসফুল শিবিরে যোগ দেন৷

- Advertisement -

তার ২৪ ঘণ্টার মধ্যে পায়েলকে গেরুয়া শিবিরে টেনে আনল বিজেপি। এখন দেখার তৃণমূলকে রাজ এবং পায়েলকে বিজেপি টিকিট দেয় কিনা৷ সম্প্রতি জোড়াফুলের সাংসদ নুসরত জাহান রুহির ঘনিষ্ঠ বন্ধু যশ দাশগুপ্ত যোগ দেন বিজেপিতে৷ কয়েকমাস ধরেই তাঁদের সম্পর্ক ও বন্ধুত্ব নিয়ে মুখর টলিউড৷ শোনা যাচ্ছে, যশের সঙ্গে নুসরতের ঘনিষ্ঠতা স্বামী নিখিলকে তাঁর থেকে দূরে ঠেলে দিয়েছে৷

এবারের বিধানসভা ভোটের আগে তারকাদের রাজনৈতিক দলে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে৷ টেলি ও সিনে জগতের অনেকেই নাম লেখাচ্ছেন ঘাসফুল অথবা গেরুয়া শিবিরে৷ তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেতা ভরত কল, দীপঙ্কর দে, লাভলি মৈত্র, সৌরভ সাহা, কৌশানী মুখোপাধ্যায়, মানালি দে, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ প্রমুখরা৷ অপরদিকে বিজেপি টেনে নেয় যশ দাশগুপ্ত, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায় এবং কৌশিক রায়কে৷