নয়াদিল্লি: অনেক আগেই ব্রিটেন থেকে করোনার নয়া অবতার এ দেশে থাবা বসিয়েছিল৷ গত সপ্তাহে জানা যায়, করোনার দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলীয় প্রজাতিও ঢুকে পড়েছে দেশে৷ এবার আরও দুটো নতুন প্রজাতির স্ট্রেন খুঁজে পাওয়া গেল ভারতের তিন রাজ্যে৷ মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এ খবর জানায়৷
এদিন নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ডাঃ ভিকে পল বলেন, ‘‘N440K এবং E484K- এই দুটি স্ট্রেন নিয়ে কথা হচ্ছে৷ মহারাষ্ট্র, কেরল এবং তেলেঙ্গানায় স্ট্রেন দুটির হদিশ মিলেছে৷’’ প্রশ্ন উঠছে, হঠাৎ ভারতে করোনার প্রকোপ বৃদ্ধির জন্য এই নয়া প্রজাতিগুলি কি দায়ী? বিশেষ করে মহারাষ্ট্রে৷ কেননা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই সেখানে করোনা গ্রাফ উধ্বর্মুখী৷ জবাবে ডাঃ পল বলেন, ‘‘আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই অনুযায়ী, ভারতে ওই দুটি স্ট্রেন রয়েছে৷ কিন্তু এমন কোনও বৈজ্ঞানিক তথ্য মেলেনি যা থেকে এটা প্রমাণিত হয় যে ভারতে করোনার প্রকোপ বৃদ্ধির জন্য ওই দুটি স্ট্রেনই দায়ী৷’’
There are two variants in Maharashtra being talked about – N440 K variant and E484 K variant. Yes, these variants are there in Maharashtra, Kerala and Telangana: Dr VK Paul, Member (Health), NITI Aayog #COVID19
— ANI (@ANI) February 23, 2021
তিনি আরও জানান, এপর্যন্ত ভারতে করোনার ব্রিটিশ প্রজাতিতে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৮৭-এ৷ ৬ জনের শরীরে দক্ষিণ আফ্রিকা এবং ১ জনের শরীরে ব্রাজিলীয় স্ট্রেন খুঁজে পাওয়া গিয়েছে৷ করোনা ঠেকাতে বিদেশ থেকে আসা যাত্রীদের শারীরিক পরীক্ষাতে আরও জোর দেওয়া হচ্ছে৷ বিশেষ করে ব্রিটেন থেকে আসা সমস্ত যাত্রীদের বাধ্যতামূলক ভাবে আরটি-পিসিআর পরীক্ষা করা হচ্ছে৷
কয়েকদিন আগে অবধি দেশে কোভিড সংক্রমণ ১০ হাজারের নীচে নেমে গিয়েছিল৷ অধিকাংশ রাজ্যে করোনার সংক্রমণ কার্যত নিয়ন্ত্রণে থাকলেও পাঁচটি রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের মাথাব্যথা বেড়ে গিয়েছে৷ তার উপর দক্ষিণ আফ্রিকান এবং ব্রাজিলীয় অবতারের প্রজাতি ধরা পড়ায় স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষকর্তাদের মধ্যে নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে৷