অর্পিতা দাস: ২০২২ থেকেই শিল্পীদের জন্য শুরু হচ্ছে এক নতুন সম্মান- সত্যজিৎ রায় পুরস্কার। গতকাল এক বিশেষ আলোচনার মাধ্যমে দারুণ খবর দিলেন কেন্দ্রীয় ও তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
২০২১- এর ভোটের আগেই টলিউডের অন্দরে শুরু হয়েছে নানা দলবদল এর মত ঘটনা। যা এখন খুবই সাধারণ, তবে এসবের মাঝে টলিউডের জন্য ভালো খবর উঠে এলো একটাই। গতকাল টলিউড ইন্ডাস্ট্রির একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে মিটিং করেন কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রীর প্রকাশ জাভড়েকর।
ঋতুপর্ণা সেনগুপ্ত, গৌতম ঘোষ, অরিন্দম শীল, কৌশিক গাঙ্গুলী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় পাওলি দাম, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, ফিরদৌসাল হাসান, রানা সরকার, তনুশ্রী চক্রবর্তী, মমতা শংকর, বাবুল সুপ্রিয় সহ একাধিক তারকারা উপস্থিত ছিলেন এই মিটিংয়ে।
যেখানে টলিউডের উন্নতির কথা ভেবে নানান আলোচনা হয়। টলিউডের মতো বিভিন্ন রিজিওনাল ইন্ডাস্ট্রিকে কিভাবে জাতীয় স্তরে জায়গা করা যায় সেই নিয়েও হয় বিস্তর আলোচনা। তবে সব শেষে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয় টলিউডের জন্য শুরু হচ্ছে এক নতুন সম্মান।
দাদাসাহেব ফালকের মতোই সত্যজিৎ রায় সম্মান। আর এই খবরে দারুণ খুশি টলিউডের সকল কলাকুশলীরা। তবে এর মাঝেও থেকে যাচ্ছে একটাই প্রশ্ন, বিধানসভা ভোটের আগে এমন সিদ্ধান্ত শুধুই কি টলিউডের কথা ভেবে?
নাকি এও এক রাজনৈতিক খেলা। বিনোদন জগতের অনেকটাই ধীরে ধীরে দখল করছে বিজেপি। তাই সত্যজিৎ রায় পুরস্কার আসলে কি টলিউডের জন্য এক টোপ? সব ভালো খবর এর মধ্যেও যেন থেকেই যাচ্ছে এই প্রশ্ন।