কলকাতা: নির্বাচনের আগে ফের মাস্টারস্ট্রোক তৃণমূল সরকারের। কিছুদিন আগেই রাজ্য বাজেটে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একধাক্কায় অনেকটাই বাড়ানো হল ভোকেশনাল শিক্ষকদের বেতন। সোমবার সরকারের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ভোকেশনালে ফিল্ড অফিসাররা এতদিন ৬ হাজার ৫০০ টাকা বেতন পেতেন। তা বাড়িয়ে ১২ হাজার করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ফিল্ড সুপার ভাইজার বেতন ২৬০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১০ হাজার টাকা। অর্থাৎ তাদের ৭ হাজার ৪০০ টাকা বেতন বাড়ানো হল। ডেটা এন্ট্রি অপারেটররা পান ৩২৫০ টাকা। তাদের বেতনও ১০ হাজার করল রাজ্য সরকার।
চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন ৪৫০০ টাকা বাড়ানো হচ্ছে। আগে তারা ৯ হাজার টাকা থেকে পেতেন। এবার তা বেড়ে ১৩ হাজার ৫০০ টাকা হচ্ছে। কনট্রাকচুয়াল ইনস্ট্রাকটরদের বেতন ৭ হাজার থেকে বেড়ে হচ্ছে ১০ হাজার ৫০০ টাকা। এই বিপুল পরিমান বেতন বাড়ানোয় রাজ্য সরকারের কোষাগার থেকে বিরাট অঙ্ক বেরোলেও ভোটবাক্সে এর সুফল মিলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এছাড়াও রাজ্য সরকারের তরফে আরও একটি বড় ঘোষণা করা হয়েছে। পলিটেকনিকের অধ্যক্ষ ও অধ্যাপকদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬৫ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ ডিগ্রি কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অবসরের বয়স আগেই ৬৫ করেছিল রাজ্য সরকার। এনিয়ে পলিটেকনিকের অধ্যক্ষ ও অধ্যাপকদের মধ্যে কিছুটা ক্ষোভ ছিল। রাজ্য সরকারের কালকের ঘোষণায় সেই ক্ষোভে প্রলেপ পড়ল।