অর্পিতা দাস: বেশ কয়েক মাস ধরে একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন নুসরত জাহান এবং নিখিল জৈন। সত্যতা যাচাই না করেই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এক খবর, নুসরতকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন নিখিল। অবশেষে সেই খবর নিয়ে মুখ খুললেন নুসরত।
২০২০- এর দুর্গাপুজোর সময়ও একসঙ্গে দেখা গিয়েছিল নুসরত-নিখিল কে। আগে যে কোন জনসভা বা অনুষ্ঠানে সব সময় স্ত্রীর পাশে থাকতেন নিখিল। তবে গত বছরের শেষ দিক থেকেই দূরত্ব তৈরি হয় তাদের মধ্যে।
যদিও ডিভোর্স বা এই দূরত্ব নিয়ে মুখ খোলেননি কেউই। হঠাৎই মঙ্গলবার সকালে বিভিন্ন মিডিয়া হাউস থেকে প্রকাশিত হতে থাকে এক খবর। ডিভোর্সের পথে হাঁটছেন নুসরাত-নিখিল। এমনকি একে অপরকে আইনি নোটিশও পাঠিয়েছেন।
মুহুর্তের মধ্যে ভাইরাল হয় এই খবর। তবে এতদিন বাদে এই বিষয়ে মুখ খোলেন নুসরত, নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সত্যিটা জানান সকলকে। ওই বিশেষ মিডিয়া হাউজের নাম উল্লেখ করে নুসরত লেখেন, ”ডিভোর্সের এই খবর সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। ভুল খবর এইভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আগে মিডিয়ার উচিত সেই খবরের সত্যতা যাচাই করা।”
একদিকে রাজনীতির ময়দানে ব্যস্ত রয়েছেন নুসরত। অন্যদিকে কাজের সূত্রে গুজরাট, রাজস্থানের বিভিন্ন জায়গায় ঘুরছেন নিখিল। তবে এই বিষয়ে নিখিল জৈন এখনো কিছুই বলেননি। তবে মিডিয়ার এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।