কলকাতা: পাঁচ দশকে প্রথম নন্দীগ্রামে থাকছে না বাম প্রার্থী৷
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসনটি আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ছেড়ে দিল বামেরা৷ জোটের স্বার্থে এই সিদ্ধান্ত৷ জানুয়ারি মাসে নন্দীগ্রামে এসে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, তিনিই এই কেন্দ্রের প্রার্থী হবেন৷ শেষ পর্যন্ত তৃণমূল সুপ্রিমো মত বদল না করলে তাঁর বিরুদ্ধে লড়বেন সেকুলার ফ্রন্টের প্রার্থী৷
১৬-র বিধানসভা ভোটের মতো এবারেও জোট বেধে লড়ছে বাম ও কংগ্রেস৷ তাতে শরিক হয়েছেন আব্বাস সিদ্দিকি৷ প্রথমে ঠিক হয়েছিল, নন্দীগ্রাম আসনটি সিপিআইকে ছেড়ে দেওয়া হবে৷ কিন্তু আব্বাসের সঙ্গে আসনরফা নিয়ে আলোচনা শুরুর পর এই কেন্দ্রটি সিপিআইয়ের অনিশ্চিত হয়ে পড়ে৷ কেননা আব্বাস সিদ্দিকিকে আসনটি ছাড়ার জন্য ছোট শরিককে প্রস্তাব দেয় সিপিএম৷ বড় শরিকের চাপে পড়ে শেষ পর্যন্ত আসনটি আব্বাসের দলতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিআই৷
ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে বামেদের আসন রফা চূড়ান্ত৷ কিন্তু কংগ্রেস কয়েকটি আসন নিয়ে বেঁকে বসায় থমকে রয়েছে জোটপ্রক্রিয়া৷ অধীররঞ্জন চৌধুরীর জন্য আসনরফা সম্পূর্ণ হচ্ছে না৷ এই অবস্থায় ধর্মতলার সভায় আব্বাস প্রায় হুমকির সুরে বলেছেন, কংগ্রেস তাদের দাবি না মানলে জোট থেকে বেরিয়ে আসবেন তিনি৷