খাস খবর ডেস্ক: ভারতে ব্রাজিল ও দক্ষিন আফ্রিকার নতুন স্ট্রেনের সংক্রমণ নজরে এসেছিল কিছু দিন আগে। তারপর জাপানে এক অজানা স্ট্রেনের সন্ধান পাওয়া গেল। ব্রিটেনের নতুন স্ট্রেন সংক্রমণ নতুন ভাবে একপ্রস্থ হয়েই চলেছে। সুতরাং করোনা তার নিজের রূপ রস বদলে নতুন ভাবে সংক্রমণ ছড়াতে চাইছে। গত এক সপ্তাহ ধরে ভারতেও করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এবার মহারাষ্ট্র ও কেরলে নতুন স্ট্রেন পাওয়া নিয়ে শুরু হয়েছে আশঙ্কা। কেরল ও মহারাষ্ট্রেই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে নতুন করে।
ইতিমধ্যে দেশে প্রায় ৬ হাজার জেনম সিকুয়েন্সির মাধম্যে নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রশাসন এখনো নিশ্চিত নয় যে ওটা সম্পুর্ণ নতুন স্ট্রেন কিনা৷ তাই কেরল আর মুম্বাইয়ে মাইক্রো লেবেল মনিটরিং করা শুরু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। আবার নতুন কোনো জায়গায় কোভিড ক্লাস্টার হয়েছে কিনা তাও দেখছে কেন্দ্র।
কোভিডের নতুন স্ট্রেনের আশঙ্কায় জেনম সিকুয়েন্সির মাধম্যে নমুনাকে পরীক্ষা করা হচ্ছে। সূত্রের খবর, পাঞ্জাব, বেঙ্গালুরুর থেকেও নমুনা চেয়ে পাঠানো হয়েছে। যা পরীক্ষা করবেন গবেষকরা। আগামী তিন চার দিনের মধ্যেই সে বিষয়ে জানা যাবে বলে খবর।
ইউরোপের দেশ গুলির মত ভারতে ব্রিটেনের স্ট্রেন খুব একটা বেশি ছড়ায়নি। ভারতে ১৮৭ জনের শরীরে ব্রিটেনের স্ট্রেন পাওয়া গেছে। এছাড়াও ভারতে দক্ষিণ আফ্রিকা, ব্রাজিলের নতুন স্ট্রেন পাওয়া গেছে। যদিও সেগুলো পর্যটকদের শরীরে পাওয়া গেছে। ইতিমধ্যেই গোয়া, অন্ধপ্রদেশ, চন্ডীগড় কে নতুন অ্যকশন প্ল্যান দিয়েছে কেন্দ্র। তাতে বলা হয়েছে সব রাজ্যকে জেনম সিকুয়েন্সির মাধম্যে পরীক্ষা করাতে হবে।