খাস খবর ডেস্ক: সাতসকালে দেশে বড়সড় বিস্ফোরণের ঘটনা ঘটল। মঙ্গলবার সকালে কর্ণাটকের চিক্বাবল্লাপুরে জিলাটিন স্টিক বিস্ফোরণে ৬ জন প্রাণ হারিয়েছেন। একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্রের খবর, জিলাটিন স্টিকগুলি নিষ্ক্রিয় করার সময় আচমকায় বিস্ফোরণ ঘটে যায়। ওই সাতজন জিলাটিন স্টিকগুলি নিষ্ক্রিয় করার চেষ্টা করছিল বলে জানা গিয়েছে।
নিহতরা এবং আহত ব্যক্তি অবৈধভাবে জিলাটিন স্টিকগুলি নিজেদের কাছে রেখেছিল। পুলিশি অভিযানের ভয়ে তারা সেগুলি নিষ্ক্রিয় করার চেষ্টা করছিল। সেইসময় বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই ৬ জন মারা যান। একজন জখম হয়েছেন।
কর্ণাটকের মন্ত্রী সুধাকর বলেছিলেন, বিস্ফোরণের তীব্রতার জেরে মৃতদেহগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে ছিল। জিলাটিন স্টিকগুলি অবৈধভাবে মজুত করা হয়েছিল। আইন অনুসারে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
গত মাসেও কর্ণাটকে বিস্ফোরণের ঘটনা ঘটে। শিবমোগার একটি পাথর খাদানে ভয়াবহ ডিনামাইট বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পার্শ্ববর্তী চিকমাগালুর এবং দাভানগেরে জেলায় বেশ জোরালো কম্পন অনুভূত হয়।
শিবমোগার সেই বিস্ফোরণে ১৫ জন শ্রমিকের মৃত্যু হয়। খনিতে বিস্ফোরণের জন্য মধ্য কর্ণাটকের শিবমোগার হুনসুর এলাকায় একটি ট্রাকে করে জিলাটিন স্টিক এবং ডিনামাইট নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় আচমকাই তাতে বিস্ফোরণ ঘটে।