কলকাতা: গতবারের বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা৷ ভোটে জিতে মন্ত্রীও হন তিনি৷ কিন্তু এবারের একুশের ভোটে আর তিনি ভোটে লড়বেন না বলে জানিয়ে দিয়েছেন৷ ছেড়ে দিয়েছেন মন্ত্রী পদও৷ লক্ষ্মী বেরিয়ে গেলেও এবার তৃণমূলে প্রবেশ ঘটতে চলেছে আরও এক ক্রিকেটারের৷ ২২ গজের ময়দান ছেড়ে ভোটের ময়দানেও নামতে দেখা যেতে পারে তাঁকে৷ তিনি বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি৷
আরও পড়ুন: কয়লাকাণ্ড: সিবিআইয়ের এক্তিয়ারের প্রশ্ন তুলে শীর্ষ আদালতে তৃণমূল
বুধবার হুগলির সাহাগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে৷ তৃণমূল সূত্রে খবর, আগামিকাল সেই জনসভাতেই তৃণমূলে যোগ দিতে পারেন মনোজ তিওয়ারি৷ শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গলে খেলে যাওয়া এক ফুটবলারও যোগ দিতে পারেন তৃণমূলে৷ শেষ পর্যন্ত সব ঠিকঠাক থাকলে আগামিকালই তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিতে পারেন৷
তৃণমূলে যোগ দিলে সম্ভবত হুগলির কোনও একটি কেন্দ্রে প্রার্থী করা হতে পারে মনোজকে৷ এব্যাপারে মনস্থির করে ফেলেছে তৃণমূল৷ মনোজ তিওয়ারি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন৷ তবে চোটের জন্য বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফি খেলছেন না৷
আরও পড়ুন: শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের আকাশ ব্যবহারের অনুমতি পেলেন ইমরান
আরও এক ক্রিকেটারের রাজনীতিতে আসা নিয়ে জল্পনা ছড়িয়েছে৷ তিনি বাংলার প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা৷ তবে তিনি তৃণমূলে নয়, বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর৷