নয়াদিল্লি: দিশা রবিকে জামিন দিল দিল্লি আদালত৷ চলতি মাসে বেঙ্গালুরুর বাসভবন থেকে টুলকিট কাণ্ডে তাঁকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ৷ ১০ দিন হেফাজতে থাকার পর অবশেষে জামিন পেলেন ২২ বছরের দিশা৷
এদিন দুপুরে আদালতে পেশ করা হয় দিশাকে৷ তখন সেখানে উপস্থিত ছিলেন তাঁর আত্মীয়রা৷ তাঁদের দেখে কান্নায় ভেঙে পড়েন দিশা৷ এদিন তাঁর জামিনের শুনানি ছিল৷ দিল্লি পুলিশ দিশাকে আরও চারদিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে৷ কিন্তু বিচারক ধর্মেন্দ্র রানা পুলিশের আবেদন খারিজ করে দিশাকে ১ লক্ষ টাকা মূল্যের বন্ডের বদলে জামিন মঞ্জুর করেন৷
উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারি কৃষক আন্দোলনের সমর্থনে একটি টুলকিট শেয়ার করেছিলেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ৷ যা নিয়ে হইচই পড়ে যায় দেশজুড়ে৷ দিল্লি পুলিশ তদন্তে নেমে জানায়, টুলকিটটি দিশা তৈরি করে গ্রেটাকে পাঠান৷ সেটি শেয়ার করার জন্য গ্রেটাকে অনুরোধ করেছিলেন দিশা৷ এমনটাই অভিযোগ দিল্লি পুলিশের৷
দিল্লি পুলিশ আরও জানিয়েছিল, খলিস্তানপন্থী সংগঠন পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়েছিলেন দিশা৷ তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনা হয়েছিল৷ তবে দিশার দাবি ছিল, ওই টুলকিট তিনি তৈরি করেননি তবে কয়েকটি জায়গা সম্পাদনা করেছিলেন৷
দিশার পাশাপাশি এই মামলায় আরও দুই অভিযুক্ত আইনজীবী নিকিতা এবং শান্তনু৷ দু’জনকেই প্রথমে ফেরার ঘোষণা করেছিল দিল্লি পুলিশ৷ পরে গ্রেফতারি এড়াতে তাঁরা শর্তসাপেক্ষে জামিন পেয়ে যায়৷