অর্পিতা দাস: জন্মদিন একটাই, কিন্তু দুবেলা দু’রকম ভাবে নিজের জন্মদিন উদযাপন করলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। প্রিয় মানুষদের খুশি রেখে নিজে খুশি থাকতে সবসময় ভালবাসেন এই অভিনেত্রী, জন্মদিন টাও কাটালেন ঠিক তেমনভাবেই।
২০২০ তে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে কাটিয়েছেন অপরাজিতা আঢ্য। দুর্গাপুজোর সময় করোনায় আক্রান্ত হন তিনি। তাই প্রত্যেক বছরের মতো জাঁকজমক ভাবে অতিথি আপ্যায়নের মাধ্যমে এবছর লক্ষ্মী পুজো করতে পারেননি টলিউড ইন্ডাস্ট্রির অপাদি।
কিন্তু পজিটিভিটি এবং হাসিমুখ নিয়ে সেই সময়টা কাটিয়ে এসেছেন তিনি। তাই অন্য সকলের মত ২০২১- এর জন্মদিনটা অন্যান্য বছরের চেয়ে অনেকটাই স্পেশাল। তাই জন্মদিনের প্রত্যেকটা মুহূর্ত জমিয়ে উদযাপন করলেন তিনি।
জন্মদিনের দুপুরে শাশুড়ি মায়ের হাতে রান্না করা খাবার, যেখানে ছিল তাঁর প্রিয় সব খাবার। শ্বশুরবাড়িতে গুরুজনদের আশীর্বাদ নিয়েই শুরু হল অপরাজিতা আঢ্যর জন্মদিন। বিকেলে হল জন্মদিনের আসল পার্টি এবং বলাবাহুল্য বিকেলে ব্ল্যাক গাউনে মাতিয়ে রাখলেন অপরাজিতা। দু বেলা দুরকম কেক কাটলেন তিনি।
সকালবেলা মা, শাশুড়ি মা এবং পরিবারের বাকি মানুষদের সাথে কাটলেন প্রথম কেক। এরপর বিকেলবেলায় একদম কেক কেটে শ্যাম্পেনের বোতল খুলে জন্মদিনের পার্টিতে মাতলেন অপরাজিতা আঢ্য। সে পার্টিতে পরিবারের লোকেরা তো ছিলেনই সাথে ইন্ডাস্ট্রির কিছু মানুষদেরও দেখা গেল এদিন।
৪৩ বছরে পা দিলেও মন থেকে এখনো যেন বাচ্চাই রয়ে গেছেন অপরাজিতা আঢ্য- এমনটাই থাকুন তিনি, প্রত্যেকটা জন্মদিন কাছের মানুষদের নিয়ে এভাবেই কাটান- টিম খাসখবরে পক্ষ থেকে রইল সেই শুভেচ্ছা।