পলাশ নস্কর, সল্টলেক: সল্টলেকের দত্তাবাদে বিজেপির বুথ সভাপতি এবং কর্মীদের মারধরের অভিযোগ উঠল। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপির তরফে ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বিজেপি সূত্রে খবর, সোমবার রাতে দত্তাবাদ এলাকায় দলের বুথ সভাপতির বাড়িতে তাঁর বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পরে ওই এলাকারই এক দশম শ্রেণির ছাত্র বাড়ি ফিরছিল। সেই সময় তাকে আচমকা বেধড়ক মারধর করা হয়। বিজেপি কর্মী-সমর্থক এবং বুথ সভাপতি তাকে বাঁচাতে গেলে তাঁদেরকেও বেধড়ক মারধর করা হয়। লোহার রড, ডান্ডা, ইট দিয়ে মেরে হাত ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
এই ঘটনায় সব মিলিয়ে ৬ জন বিজেপি কর্মী আহত হয়েছেন। বিধাননগর দক্ষিণ থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন বিজেপি কর্মীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপি কর্মীদের অভিযোগ, তাঁরা বিজেপি করেন বলেই তাঁদের মারধর করা হয়েছে। বুথ সভাপতি সন্তোষ দাসকেও মারধর করেছে তৃণমূলের লোকেরা বলে অভিযোগ পদ্ম শিবিরের।
স্থানীয় তৃণমূল নেতা তথা বিধাননগর পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর নির্মল দত্ত বলেন, যে মার খেয়েছে, তাঁকে আমি চিনি। তাঁর নাম সন্তোষ দাস। বিজেপির খুব পুরোনো ছেলে ও আর যারা মেরেছে তারা নব্য বিজেপি। এটা নিজেদের মধ্যে মারামারি। এই ওয়ার্ডে ৪ খানা গ্রুপ আছে বিজেপির। একটা সায়ন্তনের গ্রুপ, একটা জয়প্রকাশের গ্রুপ, একটা দিলীপ ঘোষের গ্রুপ আর একটা সব্যসাচী দত্তের গ্রুপ। প্রতিদিন ঝামেলা চলে এদের মধ্যে।