লখনউ: সোমবার উত্তরপ্রদেশ বিধানসভায় পেশ হল রাজ্যের প্রথম পেপারলেস বাজেট৷ যদিও ভোটের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট৷ সেই দিকে তাকিয়ে এবারের বাজেটে পরিকাঠামো ক্ষেত্রে ঢালাও অর্থ বরাদ্দ করেছে উত্তরপ্রদেশ সরকার৷ কৃষক থেকে মহিলা, স্কুল পড়ুয়া থেকে চাকরিজীবী, অযোধ্যা থেকে কানপুর- এবারের বাজেটে সব কিছুকেই ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছে সরকার৷ এদিন ৫.৫০ লক্ষ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী সুরেশ খান্না৷
রামমন্দির নির্মাণের কারণে খবরের শিরোনামে থাকা অযোধ্যার উন্নয়নে ১৪০ কোটি টাকা বরাদ্দ হয়েছে৷ গত বছর ৫ অগাস্ট রামমন্দিরের শিলান্যাসের পর অযোধ্যায় জোরকদমে চলছে মন্দির নির্মাণের কাজ৷ মন্দির নির্মাণের কাজ শেষ হলে দেশ-বিদেশ থেকে রামভক্তরা ভিড় করবেন অযোধ্যায়৷ ফলে তাদের থাকা ও খাওয়ার জন্য হোটেল, রেঁস্তোরা, বিনোদনের জন্য শপিং মল ইত্যাদি পরিকাঠামো সেখানে গড়ে তুলতে হবে৷ তাই রামলালার জন্মস্থানকে সাজিয়ে তুলতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তিনি অযোধ্যাকে বিশ্ব পর্যটনের মানচিত্রে তুলে ধরতে চান৷ সেই লক্ষ্যে অযোধ্যার উন্নয়নে ১৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে৷
এছাড়া অযোধ্যায় তৈরি হচ্ছে আন্তর্জাতিকমানের বিমানবন্দর৷ ১০১ কোটি টাকা ব্যয়ে ‘মর্যাদা পুরষোত্তম শ্রী রাম অযোধ্যা বিমানবন্দর’ তৈরি হচ্ছে৷ রামমন্দির থেকে অযোধ্যা ধাম যেতে ৩০০ কোটি টাকা ব্যয়ে তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে৷ এছাড়া সার্বিকভাবে অযোধ্যার পর্যটনের প্রসার ঘটাতে আরও ১০০ কোটি টাকা রাখা হয়েছে৷
অযোধ্যার পাশাপাশি কানপুর মেট্রো রেল প্রজেক্টেও অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে৷ ১১ হাজার ৭৬ কোটি টাকার এই প্রজেক্টে চলতি বছরের জন্য আরও ৫৯৭ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী সুরেশ খান্না৷ পাশাপাশি দিল্লি-মেরঠ আরআরটিএস প্রজেক্টের জন্য ১৩২৬ কোটি টাকা এবং গোরক্ষপুর-বারাণসী মেট্রোর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷
কৃষক ও মহিলাদের জন্য বাজেটে বিপুল বরাদ্দ করা হয়েছে৷ কৃষকদের জন্য ৬০০ কোটি টাকার অ্যাক্সিডেন্ট ওয়েলফেয়ার স্কিম ঘোষণা করা হয়েছে৷ ফসলে ঋণ দেওয়ার জন্য ৪০০ কোটি টাকা আলাদা করে রাখা হয়েছে৷ মহিলাদের সশক্তিকরণের জন্য যোগী আদিত্যনাথের সরকার ছাত্রীদের বিনামূল্যে ট্যাবলেট দেওয়া হবে বলে জানিয়েছে৷ এজন্য সরকারের খরচ হবে ১২০০ কোটি টাকা৷ ৩২ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে মহিলা শক্তি কেন্দ্র৷ মেয়েরা যাতে পর্যাপ্ত পুষ্টি পায় সেই কারণে বাজেটে ১০০ কোটি টাকা রাখা হয়েছে৷