খাস খবর ডেস্ক: প্রাথমিক টেটের নিয়োগে ফের ধাক্কা খেল রাজ্য। সোমবার ২০১৪ সালের প্রাইমারি টেটের নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে কোর্ট। আদালতের এই রায়ে ভোটের আগে মুখ পুড়ল রাজ্য সরকারের।
রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চ এই স্থগিতাদেশ দিয়েছে। চার সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে। মেধাতালিকায় কারচুপির অভিযোগ তুলে বেশ কয়েকজন পরীক্ষার্থী আদালতে মামলা করেছিলেন। সেই মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: খাসতালুকে রাজীবকে কালোপতাকা দেখালেন তৃণমূল কর্মীরা
চার সপ্তাহের মধ্যে এব্যাপারে আদালতে হলফনামাও জমা দিতে বলেছেন বিচারপতি। আদালতের এই নির্দেশে পরীক্ষার্থীদের মধ্যে দুশ্চিন্তার কালো মেঘ দানা বেঁধেছে। এই স্থগিদাদেশের ফলে বিধানসভা নির্বাচনের নিয়োগপ্রক্রিয়া শেষ হওয়ার কোনও সম্ভাবনা রইল না।
সম্প্রতি প্রাথমিকে প্রায় ১৬,৫০০ শিক্ষকপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল প্রাথমিক শিক্ষা সংসদ। তবে কোনও প্রকার মেধাতালিকা প্রকাশ করেনি সংসদ। যোগ্য ব্যক্তিদের এসএমএস করে কাউন্সিলিংয়ে ডাকা হয়। এনিয়ে আগেই সরব হয়েছিলেন চাকরিপ্রার্থীদের একটা বড় অংশ।
আরও পড়ুন: যুবতীকে গণধর্ষণে অভিযুক্ত বিজেপির মণ্ডল সভাপতি-সহ ৪
শনিবার কোলাঘাটের সভা থেকে প্রাইমারি টেটে স্বজনপোষণ ইস্যুতে তৃণমূলকে বিঁধলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, রাতের অন্ধকারে প্রায় ১৬ হাজার জনকে মোবাইলে মেসেজ করে টেটের নিয়োগপত্র দেওয়া হয়। এই চাকরি কাটমানির বিনিময়ে নেতাদের আত্মীয়স্বজনকে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১১ ডিসেম্বর নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যে বিপুল সংখ্যক প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেন। প্রায় ১৬ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বলেন তিনি। সেইমতো প্রাথমিক শিক্ষা পর্ষদ ২৩ ডিসেম্বর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে।
আরও পড়ুন: ধর্মনিরপেক্ষতার স্বার্থে ভাইফোঁটা নেবেন? বিস্ফোরক জবাব ভাইজানের
গত সোমবার রাতের দিকে আবেদনকারী প্রার্থীদের মেধাতালিকা প্রকাশ করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১,২১৬টি বাদ দিয়ে মোট ১৫ হাজার ২৮৪ জন সফল চাকরিপ্রার্থীর তালিকা প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ২ মাসেরও কম সময়ের মধ্যে মেধাতালিকা প্রকাশ করেছিল পর্ষদ।