পলাশ নস্কর, রাজারহাট: বাংলা নিজের মেয়েকেই চায়-এই স্লোগানকে সামনে রেখে নির্বাচনী প্রচার শুরু করল তৃণমূল। ২০ তারিখ সর্বভারতীয় স্তরে বাংলা নিজের মেয়েকেই চায় স্লোগান দিয়ে প্রচার শুরু করে ঘাসফুল শিবির। গতকাল থেকে রাজ্যের প্রতিটি জেলায় এই প্রচার শুরু হয়েছে।
সোমবার ব্লক এবং টাউন স্তরে প্রচার শুরু করছে তৃণমূল। এদিন উত্তর ২৪ পরগনার রাজারহাট ব্লকের তৃণমূলের পার্টি অফিসে এক সাংবাদিক বৈঠকে এই স্লোগানের প্রচার শুরু করার কথা জানান রাজারহাট নিউটাউনের তৃণমূল কংগ্রেস সভাপতি প্রবীর কর। তাঁর সঙ্গে ছিলেন যুব সভাপতি মহম্মদ আফতাব উদ্দিন এবং তৃণমূল নেতা শাহনওয়াজ আলী মণ্ডল।
প্রবীরবাবু বলেন, বহিরাগতরা এসে বাংলা দখলের চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় আমাদের পার্টি অফিসে হামলা করা হচ্ছে। এর প্রতিবাদে আমাদের আন্দোলন করতে হবে। দুয়ারের সরকার প্রকল্প বিপুলভাবে জনপ্রিয়তা পেয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে লাখো মানুষ উপকৃত। রাজারহাটে এমন মানুষও আছেন, যারা স্বাস্থ্যসাথী কার্ড দ্রুত হাতে পেয়ে উপকৃত হয়েছেন।
বিজেপি রাজারহাট-নিউটাউন বিধানসভায় ২৮২টি বুথে এজেন্ট দিতে পারবে না বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, কে এল কে গেল তা নিয়ে আমাদের মাথাব্যাথা নেই, দলের সম্পদ কর্মীরা। আজ থেকেই কর্মীদের নিয়ে নেতৃত্বরা ঝাঁপিয়ে পড়বেন। এই শ্লোগান নিয়ে লোকের বাড়ি বাড়ি যান, তাদের বোঝান। এই স্লোগান প্রত্যেকেরই মুখে মুখে থাকুক।