কলকাতা: মেয়ের কাছে ইডির কোনও নোটিশ এসে পৌঁছায়নি। এব্যাপারে যারা মিথ্যা প্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে মানহানির মামলা করব। মেয়েকে ইডির নোটিশ দেওয়ার খবরে ক্ষুব্ধ রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এভাবেই সরব হলেন। তবে এব্যাপারে ইডির কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
রবিবার দুপুরে কয়লা কাণ্ডে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেয় সিবিআই। অভিষেকের কালীঘাটের বাড়িতে যান সিবিআইয়ের ৫ জন আধিকারিক। সিবিআই সূত্রে জানা যায়, কয়লা কাণ্ডের তদন্তে নেমে সিবিআই রুজিরার ব্যাংক অ্যাকাউন্টে কিছু সন্দেহজনক লেনদেনের হদিস পেয়েছে তারা।
আরও পড়ুন: Breaking News: ফের ধাক্কা, প্রাইমারি টেটের নিয়োগে স্থগিতাদেশ দিল হাইকোর্ট
তাই গোয়েন্দারা রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে চান। সেই নোটিশ নিয়েই অভিষেকের বাড়িতে যান তারা। এই নোটিশ দেওয়ার কিছুক্ষণের মধ্যে গতকাল বিকেলে খবর ছড়িয়ে পড়ে বিদেশে অর্থ পাচারের তদন্তে ১৫ দিন আগে ফিরহাদের কন্যা প্রিয়দর্শিনীকে নোটিশ পাঠিয়েছে ইডি।
রবিবার এব্যাপারে কোনও প্রতিক্রিয়া না দিলেও সোমবার ফিরহাদ স্পষ্ট জানিয়েছেন, তাঁর মেয়ে প্রিয়দর্শিনীর কাছে সোমবার পর্যন্ত ইডির কোনও নোটিশ এসে পৌঁছায়নি। প্রিয়দর্শিনীও সে কথায় জানিয়েছেন। তিনি জানিয়েছেন, সবাইকে জানাতে চাই। আমাকে ইডি নোটিশ পাঠিয়েছে বলে সংবাদমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
আরও পড়ুন: পরিবর্তনের মনস্থির করে ফেলেছেন বঙ্গবাসী: মোদী
প্রিয়দর্শিনী সিইএসসির জনসংযোগ বিভাগে বড় পদে কাজ করেন৷ প্রিয়দর্শিনীর মতে, আমার বাবা একজন রাজনীতিক। তাঁকে হেনস্থা করার জন্য আমাকে ধরে টানাটানি করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন সংস্থাকে বিরোধীদের হেনস্থা করার জন্য ব্যবহার করছে।
সূত্রের খবর, প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির হায়দারের উপর নজর রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার৷ ইডি সূত্রে খবর, ইয়াসির বারবার বিদেশ যাত্রার মাধ্যমে টাকা পাচার করেছেন৷ সেই কারণে প্রিয়দর্শিনীর ব্যাঙ্ক অ্যাকাউন্টেও নজর রয়েছে ইডির৷
আরও পড়ুন: জামিন পেলেন ভীমা কোরেগাঁও মামলায় জেলবন্দি কবি ভারাভারা রাও
প্রসঙ্গত, ভোটের মুখে শাসক শিবিরের নেতাদের দুয়ারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আনাগোনা বেড়ে গিয়েছে৷ গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা৷ কয়লা পাচার কাণ্ডে তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে নোটিশ দেয় কেন্দ্রীয় গোয়েন্দারা৷ অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকেও জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশ দিয়েছে সিবিআই৷