খাস খবর ডেস্ক: বিজেপির মণ্ডল সভাপতি সহ চার জনের বিরুদ্ধে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠল। গণধর্ষণের আগে বছর ২০-র ওই যুবতীকে জোর করে মদ খাওয়ান অভিযুক্তরা। মধ্যপ্রদেশের শাহদুল জেলার এই ঘটনায় রাজ্যের শাসকদল বিজেপি যথেষ্ঠ অস্বস্তিতে পড়েছে। ড্যামেজ কন্ট্রোলে তড়িঘড়ি ওই নেতাকে বহিষ্কার করছে পদ্ম শিবির।
চার অভিযুক্তের বিরুদ্ধে নির্যাতিতা থানায় অভিযোগ দায়ের করেছেন। নির্দিষ্ট মামলা রুজু করে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে এখনও পুলিশের জালে কেউ ধরা পড়েনি। এদিকে বিজেপি এই ঘটনায় অভিযুক্তকে বহিষ্কার করে দায় ঘটনার দায় ঝেড়ে ফেলতে চাইলেও বিরোধীদের কড়া আক্রমণ করতে ছাড়েননি।
আরও পড়ুন: বহুতলের লিফটে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৮ ফেব্রুয়ারি অভিযুক্তরা যুবতীকে একটি গাড়িতে অপহরণ করে। তারপর তাঁকে জেইটপুর পুলিশ স্টেশনের গাদাঘাট এলাকার একটি ফার্ম হাউসে জোর করে আটকে রাখা হয়। সেখানেই লাগাতার দুদিন ধর্ষণ করা হয় তাঁকে। যুবতীকে একাধিকবার মদ্যপান করানো হয়েছে বলে অভিযোগ। ২০ তারিখ যুবতীকে তাঁর বাড়ির সামনে ফেলে পালায় অভিযুক্তরা।
এরপর যুবতী পুরো ঘটনার কথা পরিবারকে খুলে বলেন। বিজেপির মণ্ডল সভাপতি বিজয় ত্রিপাঠি-সহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। চার অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা সরব হতে থাকেন। বিরোধী দলগুলিও তুলোধোনা করে বিজেপিকে।
আরও পড়ুন: দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান, মৃত ৬ আধিকারিক
পরিস্থিতি সামাল দিয়ে রাজ্যের শাসক দল বিজেপি বিবৃতি দেয়। অভিযুক্ত মণ্ডল সভাপতিকে দল থেকে বহিষ্কার করার পাশাপাশি ঘটনার নিন্দা করে দ্রুত পদক্ষেপের কথাও বলা হয়। দলের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “বিজেপিতে এই ধরনের কর্মীর কোনও জায়গা নেই। দল এই ঘটনার কড়া নিন্দা করছে। ঘটনায় অভিযুক্ত বিজয় ত্রিপাঠিকে পদ এবং দল থেকেও সরানো হল।”
আরও পড়ুন: ফিলিপিন্সে ‘দুজুয়ান’ আতঙ্ক: ৫০ হাজার মানুষকে সরানো হল অন্যত্র
পুলিশ জানিয়েছে, চার অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানোর পাশাপাশি তাদের পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।