চুঁচুড়া: ঘাস ফুল সরিয়ে শীঘ্রই বঙ্গের মাটিতে ফুটতে চলেছে পদ্ম। এই বদলের জন্য পশ্চিমবঙ্গের বাসিন্দারা মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছেন। এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন- ধর্মনিরপেক্ষতার স্বার্থে ভাইফোঁটা নেবেন? বিস্ফোরক জবাব ভাইজানের
সোমবার হুগলী জেলার ডানলপে সরকারি অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী। সেখানে একটি দলীয় সভাতেও অংশ নিয়ে বক্তব্য রাখেন তিনি। ডানলপের সাহেবগঞ্জের মাঠে উৎসুক জনতার ভিড় দেখে বঙ্গ জয়ের বিশেষ আশাবাদী হয়েছেন বিজেপির প্রধান মুখ।
এদিন বক্তব্য রাখতে গিয়ে সভায় হাজির দর্শকদের উদ্দেশ্য করে মোদী বলেছেন, “আপনাদের উৎসাহ এবং উদ্দীপনা কলকাতা থেকে দিল্লির প্রতি একটা বড় বার্তা নিয়ে যাবে।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছে। মনস্থির করে ফেলেছেন পরিবর্তনের।”
আরও পড়ুন- যুবতীকে গণধর্ষণে অভিযুক্ত বিজেপির মণ্ডল সভাপতি-সহ ৪
এদিন হুগলী থেকে ভার্চুয়াল উপায়ে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের মাধ্যমে হুগলী এবং উত্তর ২৪ পরগণার মানুষ উপকৃত হবেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী।