খাস খবর ডেস্ক: নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই ডিজিটাল ইন্ডিয়া গঠনে জোর দিয়েছেন। প্রতিটি সভায় গিয়ে নিয়ম করে বিজেপি নেতারাও ডিজিটাল ইন্ডিয়ার পক্ষে সওয়াল করেছেন। এই প্রচারের মাঝেই আজব কাণ্ড ঘটালেন মধ্যপ্রদেশের মন্ত্রী ব্রজেন্দ্র সিং।
মোবাইলের নেটওয়ার্ক পেতে তিনি চড়ে বসলেন ৫০ ফুটের নাগরদোলায়। সোশ্যাল সেই ছবি এবং ভিডিও ভাইরাল হতেই শোরগোল সৃষ্টি হয়। বেশ কয়েকটি সংবাদপত্রেও সেই ছবি প্রকাশিত হয়েছে। পুরো বিষয়টায় বিজেপি শিবির অস্বস্তিতে পড়েছে। তবে বিরোধীরা সুযোগ পেয়ে ডিজিটাল ইন্ডিয়া প্রচারকে কটাক্ষ করতে ছাড়েননি।
আরও পড়ুন: গণধর্ষণের ২২ বছর পর ভিন রাজ্য থেকে ধরা পড়ল মূল অভিযুক্ত
সম্প্রতি আমখো গ্রামে ভাগবত কথা নামে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গিয়েছিলেন মন্ত্রী। ওই অনুষ্ঠান উপলক্ষে এলাকায় মেলাও বসেছে, যে মেলার মূল আকর্ষণ ৫০ ফুটের নাগরদোলা। মেলায় মন্ত্রীকে কাছে পেয়ে স্থানীয় বাসিন্দারা অভাব-অভিযোগ জানাতে শুরু করেন।
সমস্যা মেটানোর জন্য ফোনেই সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ব্রজেন্দ্র। কিন্তু বারংবার চেষ্টা করে মোবাইলে নেটওয়ার্ক পাননি তিনি। এরপরই সটান নাগরদোলায় উঠে বসেন তিনি। সেই ছবি ও ভিডিওই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।