আসাম: বিশ পেরিয়ে একুশেও বিষের ছোঁয়া অব্যাহত। দেশ জুড়ে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আসামে লকডাউন উঠে গেলেও করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেকারণে, আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল সোমবার রাজ্যের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিলেন। আসামে আনলক পর্বে আস্তে আস্তে স্কুল কলেজ খুলেছে। ক্লাসও হচ্ছে নিয়ম মতো। এই রবিবার আসামের একটি স্কুলের টিচারদের করোনা আক্রান্ত হবার খবর এসেছে।
আগামী ২৭ ফেব্রুয়ারি অবধি ওর স্কুল চত্বরকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। কামরূপ মেট্রোপলিটনের ডেপুটি কমশনার বিশ্বজিৎ পেগু জানিয়েছেন, কামরূপ মেট্রোপলিটনের ডন বস্কো স্কুলের বেশ কিছু শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। সেই কারণেই এই স্কুল চত্বরকে কনটেইনমেন্ট জোন হিসেবে আগামী ২৭ তারিখ অবধি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক নির্দেশিকায় জানানো হয়েছে যে, এর মধ্যে ওই অঞ্চলে মানুষের অবাধ চলাচল, যানবাহন যাতায়াতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ওই স্কুলের সকলের করোনা পরীক্ষা করানো হবে। এই উদ্দেশ্যে যথাযত ব্যবস্থা নেবে আসাম সরকার।
করোনা নিয়ে মানুষকে সচেতন করতে, সংক্রমণ নিয়ে ওয়াকিবহাল করতে আসামের মুখ্যসচিব জিশনু বড়ুয়া এই পদক্ষেপ নিয়েছেন।
এদিকে আসামে গত ৪৮ ঘন্টায় ২৫ জন আক্রান্ত হয়েছেন। যদিও রবিবার অবধি কোনো মৃত্যুর কথা জানা যায়নি। সূত্রের খবর, আসামে প্রায় এক লাখ পঞ্চান্ন হাজার স্বাস্থ্যকর্মীরা করোনার টিকা পেয়েছেন। উল্লেখ্য, টিকা দেওয়ার কাজ দেশ জুড়েই চলছে।