কলকাতা: বিধানসভা ভোটের মুখে নতুন থানা পাচ্ছে কলকাতা। যাদবপুর থানাকে দুভাগে ভাঙা হচ্ছে। যাদবপুর থানাকে ভেঙে লতুন গল্ফ গ্রিন থানা গঠিত হচ্ছে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে। গল্ফ গ্রিন কলকাতার ৮০-তম থানা হতে চলেছে। সোমবার থেকে নতুন এই থানার পথ চলা শুরু হচ্ছে।
দক্ষিণ কলকাতার টালিগঞ্জের জুবিলি পার্ক থেকে বাঘাযতীন পর্যন্ত এলাকা যাদবপুরের থানার আওতাধীন ছিল।যাদবপুর থানার ওপর দীর্ঘদিনের চাপ কমাতেই গল্ফ গ্রিন থানা গঠিত হচ্ছে। গোটা গল্ফ গ্রিন এলাকা, টালিগঞ্জের কিছু অংশ এবং বিক্রমগড়ের একটা বড় অংশ গল্ফ গ্রিন থানার অন্তর্ভুক্ত হচ্ছে।
আরও পড়ুন: ‘টুম্পা সোনা’তে কোমর দুলিয়ে বিপাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি
সোমবার কলকাতার নগরপাল সৌমেন মিত্র এই থানার উদ্বোধন করতে পারেন। ওই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত থাকতে পারেন বলে খবর। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে যাদবপুর, পাটুলি ও নেতাজি নগরের কিছু অংশ মিলিয়ে পৃথক বাঘাযতীন থানা তৈরি করা হতে পারে।
এতদিন যাদবপুর থানার নিয়ন্ত্রণে বিশাল এলাকা ছিল। ফলে এত বৃহৎ অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশের কাছে রীতিমত চ্যালেঞ্জ ছিল। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ও এই থানার মধ্যে পড়ে। অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ওপর সবসময় নজর রাখতে হয় পুলিশ কর্মী-আধিকারিকের।
আরও পড়ুন: হোটেল থেকে সাংসদের দেহ উদ্ধার
এই চাপ সামাল দিতেই গল্ফ গ্রিন থানা গঠন করা হচ্ছে। ঢাকা কালীবাড়ি বাসস্ট্যান্ডের কাছে এই থানার ভবন তৈরি করা হয়েছে। গল্ফ গ্রিন এলাকার একটা বড় অংশে প্রবীণ মানুষদের বাস। সেখানে প্রায়শই চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটে। চুরি-ছিনতাইয়ে রাশ টানা নবগঠিত গল্ফ গ্রিন থানার কাছে বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করা হচ্ছে।
লালবাজারের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, প্রবীণ ব্যক্তিদের সমস্যা ক্ষেত্রে আমরা বিশেষ নজর দেব। তাঁরাই আমাদের প্রায়োরিটি। সাইবার ক্রাইম ও এটিএম জালিয়াতির হাত থেকে তাঁদের রক্ষা করা আমাদের অন্যতম প্রধান কাজ হবে।